নয়াদিল্লি: অপেক্ষার অবসান। ঘোষণা করা হল 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর (KGF Chapter 2) মুক্তির তারিখ। একইসঙ্গে প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার (New Poster)। আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কেজিএফ ২'। 


সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ছবির নতুন পোস্টার। তাতে লেখা 'রাইজ অফ রকি' (Rise Of Rocky)। যশ (Yash) অভিনীত এই ছবির প্রথম ভাগও বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। অনুরাগীরা সেই থেকে অপেক্ষায় দ্বিতীয় ভাগের। এই ছবিতে অভিনয় করবেন বলিউড তারকা সঞ্জয় দত্তও (Sanjay Dutt)।


কন্নড় অভিনেতা যশের জন্মদিনেই মুক্তি পায় ছবির আরও এক পোস্টার। সেখানে লেখা ছিল, 'সাবধান। সামনে বিপদ।' 


 






'কেজিএফ চ্যাপ্টার ২' পরিচালনা করছেন প্রশান্ত নীল এবং প্রযোজনার দায়িত্ব নিয়েছেন 'হোমবেল ফিল্মস'। করোনার কারণে প্রায় ৮ মাস পিছিয়ে দেওয়া হয় ছবির শিডিউল। ছবিটি বিশ্বজুড়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি ও মালয়লম ভাষায় মুক্তি পাবে। 'কেজিএফ চ্যাপ্টার ১' তামিলা নাড়ুতে বেশ প্রশংসিত হয়েছিল ও ব্লকবাস্টার হিট ছবি ছিল।


আরও পড়ুন: Shubh Mangal Zyada Saavdhan: 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান'-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে সমাজে বদল আনার বার্তা আয়ুষ্মানের