Akanksha Dubey Death: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কাঁদতে কাঁদতে লাইভ! ঘনীভূত হচ্ছে আকাঙ্ক্ষা-মৃত্যু রহস্য
Akanksha Dubey: রবিবারই অভিনেত্রীর মিউজিক ভিডিও 'ইয়ে আরা কভি হারা নহি' মুক্তি পাওয়ার কথা ছিল। আর সেদিনই এই দুর্ভাগ্যজনক খবর প্রকাশ্যে আসে।
![Akanksha Dubey Death: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কাঁদতে কাঁদতে লাইভ! ঘনীভূত হচ্ছে আকাঙ্ক্ষা-মৃত্যু রহস্য Actress Akanksha Dubey Death: The Bhojpuri Actress Was Seen Crying During Instagram Live Akanksha Dubey Death: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কাঁদতে কাঁদতে লাইভ! ঘনীভূত হচ্ছে আকাঙ্ক্ষা-মৃত্যু রহস্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/fb4bc95642b6079c6441023b64a6ec8e1679848020739229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রবিবার হোটেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে (Bhojpuri Actress Akanksha Dubey)। তার কয়েক ঘণ্টা আগেই নাকি ইনস্টাগ্রামে লাইভ (Instagram Live) এসেছিলেন অভিনেত্রী। সেখানে তাঁকে কাঁদতেও দেখা যায় বলে দাবি অনেকের। অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেই দাবি সূত্রের।
মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়া লাইভ অভিনেত্রীর
মাত্র ২৫ বছর বয়সে আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, খবর এমনই। রবিবারই তাঁর দেহ উদ্ধার হয়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে মুখ ঢেকে কাঁদতে দেখা যাচ্ছে। ট্যুইটারে এই ভিডিও পোস্ট করে বলা হয় মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই লাইভে এসেছিলেন অভিনেত্রী।
Bhojpuri actress Akanksha Dubey committed suicide in a hotel in Banaras..
— Siraj Noorani (@sirajnoorani) March 26, 2023
Last night live video viral on #socialmedia..#Varanasi #Bhojpuri #AkankshaDubey #akankshadubey #viral #viralnews #Sarnath #bhojpuriactress #bhojpuri #varanasipolice #Varanasi #UPPolice pic.twitter.com/ZOPCOJT5YJ
রবিবার বারাণসীর এক হোটেল থেকে উদ্ধার হয়েছে আকাঙ্ক্ষার ঝুলন্ত মৃতদেহ। বারাণসীতে তিনি এক ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন।
View this post on Instagram
রবিবারই অভিনেত্রীর মিউজিক ভিডিও 'ইয়ে আরা কভি হারা নহি' (Ye Aara Kabhi Hara Nahi) মুক্তি পাওয়ার কথা ছিল। আর সেদিনই এই দুর্ভাগ্যজনক খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি অভিনেত্রী শিরোনামে আসেন ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাঁর প্রেমের কথা প্রকাশ্যে এনে। সহ অভিনেতা সমর সিংহের সঙ্গে ছবির পোস্ট করে তিনি লেখেন 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে'। প্রসঙ্গত, এই দুর্ঘটনা সম্পর্কে বেশি কিছু বলতে অস্বীকার করেছেন পুলিশ আধিকারিকেরা।
উত্তর প্রদেশের মির্জাপুরে ১৯৯৭ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন আকাঙ্ক্ষা। ছোট থেকেই তাঁর নাচ ও অভিনয়ের শখ ছিল। ছোট ছোট নাচের ও অভিনয়ের ভিডিও তৈরি করে তিনি টিকটক ও ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করেন তিনি। এরপর পরিবারের সঙ্গে তিনি মুম্বইয়ে চলে আসেন। সেখানে আকাঙ্ক্ষা নিজের অভিনয় সফর এগিয়ে নিয়ে যেতে চান যদিও তাঁর বাবা-মা চেয়েছিলেন মেয়ে 'আইপিএস' অফিসার হোক।
আরও পড়ুন: Salman Khan: করিনা নয়, পূজা হেগড়েই এখন সলমানের পছন্দের তারকা
'মেরি জং মেরা ফয়সলা' ছবির হাত ধরে আত্মপ্রকাশ করার পর অজস্র ছবিতে কাজ করেছেন তিনি। 'কসম পয়দা করনে কি ২', 'বীরোঁ কে বীর', 'ফাইটার কিং' ও 'মুঝসে শাদি করোগি' (ভোজপুরি) ছবিতে কাজ করেছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)