এক্সপ্লোর
Advertisement
মা হওয়া নিয়ে কী ভাবছেন কঙ্গনা?
মুম্বই: বাবা মা তাঁকে চাননি। কিশোরীকাল থেকেই তিনি প্রথার উল্টোমুখে হেঁটেছেন. বাবার ইচ্ছের বিরুদ্ধে বেছে নিয়েছেন কেরিয়ার। কিন্তু বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার পর এবার কঙ্গনা রানাওয়াত মাতৃত্বের কথা ভাবছেন।
কঙ্গনা জানিয়েছেন, তিনি কখনও বিয়ে করবেন না। কিন্তু ২০-র শেষপ্রান্তে পৌঁছনোর ফলে মাতৃত্বের ইচ্ছে কখনও কখনও উঁকি দেয়। মনে হয়, নিজের সন্তান হোক।
কখনও এ ধরনের কথা বলবেন বলে ভাবেননি কঙ্গলা। কিন্তু এখন এই ইচ্ছের কথা চেপে রাখা মুশকিল হয়ে পড়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলার মেয়ের পক্ষে।
কঙ্গনা জানিয়েছেন, বলিউডে আসার পর আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছেন তিনি। ধৈর্যক্ষমতা বেড়েছে। নিজের মধ্যে জ্বলতে থাকা আগুন অবশেষে প্রকাশের ভাষা পেয়েছে। এখন কাজ না করে দিনকয়েক বসে থাকলেই অস্বস্তি হয় তাঁর। সৃষ্টিশীল ভূমিকায় কাজ করতে পেরে নিজেকে মানুষ হিসেবে পূর্ণ বলে মনে করছেন তিনি।
আগে নিজেকে খুব বিভ্রান্ত লাগত বলে জানিয়েছেন কঙ্গনা। নিজের ভেতরে বাড়তে থাকা প্রচণ্ড শক্তি বিস্ফোরণের জায়গায় পৌঁছে গিয়েছিল। তা নিয়ে কী করবেন বুঝতে পারতেন না, রোজ ঝগড়া হত বাবা মার সঙ্গে।
কিন্তু এখন বুঝতে পারেন, সেই শক্তি শুধু একটা সৃষ্টিশীল উন্মোচন চেয়েছিল। এখন তাঁর অভিনয়, লেখাজোখা, কবিতার মধ্যে সেই শক্তি ধরা পড়ে বলে তিনি জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement