মুম্বই: রবিবার, ২৪ ডিসেম্বর, দ্বিতীয়বার বিয়ে সারলেন আরবাজ খান (Arbaaz Khan)। এদিনই সর্বসমক্ষে দেখা গেল অভিনেত্রী মালাইকা অরোরাকে (Malaika Arora)। বড়দিন উপলক্ষে মধ্যরাতের প্রার্থনা (midnight mass) সেরে বেরোতেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তিনি। কয়েক ঝলক ছবি তোলার সুযোগ দিয়েই গাড়িতে উঠে যান মালাইকা। 


বিয়ে সারলের আরবাজ, ক্যামেরাবন্দি মালাইকা


দীর্ঘ ১৯ বছর সংসার করেছেন আরবাজ খান ও মালাইকা অরোরা। এরপর সম্পর্কে পড়ে ছেদ। বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে সারলেন আরবাজ খান। পাত্রী মেকআপ আর্টিস্ট শৌরা খান। আর বিয়ের ঠিক পরেই সর্বসমক্ষে দেখা মিলল 'ছইয়াঁ ছইয়াঁ' অভিনেত্রী মালাইকার। মধ্যরাতে ক্রিসমাসের বিশেষ প্রার্থনা সেরে বেরোতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন তিনি। বেশিক্ষণ দাঁড়াননি। কয়েক ঝলক ছবি তুলতে দিয়েই উঠে পড়েন গাড়িতে। 


'মিডনাইট মাস' অর্থাৎ বড়দিনের এই বিশেষ প্রার্থনার জন্য মালাইকার পরনে ছিল সাদা ড্রেস ও ফর্ম্যাল ব্লেজার। চুল টেনে বেঁধে তাতে পরেছিলেন লাল ফিতে। লুক সম্পূর্ণ করতে পায়ে ছিল হিল জুতো। তাঁর সঙ্গে দেখা মিলল মায়ের। বেশিক্ষণ দাঁড়ালেন না, ব্যস্ততার মধ্যে এগিয়ে গেলেন গাড়ির দিকে। 


 






১৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ছিল আরবাজ খান ও মালাইকা অরোরার। ১৯৯৮ সালে বিয়ে সারেন তাঁরা। ২০১৬ সালের মার্চে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা, আইনি সিলমোহর পড়ে ২০১৭ সালের মে মাসে। তাঁদের এক ছেলে রয়েছে, নাম আরহান। আরবাজের বিয়েতে উপস্থিত ছিলেন না তাঁর প্রাক্তন স্ত্রী, তবে বাবার জীবনের নতুন অধ্যায়ের অংশ হতে হাজির হয়েছিলেন তাঁদের ছেলে আরহান। 


মালাইকা অরোরা আপাতত প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে। এই বছরের শুরুর দিকেই ফের বিয়ের কথা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'অবশ্যই আমি ফের বিয়ের কথা ভেবেছি। অনেকেই ভাবেন যে আবার বিয়ের ব্যাপারে হয়তো আমি পিছিয়ে আসব, কিন্তু তা সত্যের থেকে অনেক দূরে। আমি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী, আমি ভালবাসা ও সহাবস্থানে বিশ্বাসী...। আমি আবার কবে বিয়ে করব তার সঠিক উত্তর দিতে পারব না, কারণ আমি ব্যক্তিগত জীবনের কিছু অংশ সারপ্রাইজ রাখায় বিশ্বাস করি এবং বেশি প্ল্যান করি না। সবকিছু বারবার প্ল্যান করলে জীবনের আনন্দ নষ্ট হয়ে যায়।'


আরও পড়ুন: Samadipta Mukherjee: 'আজীবনের শুরু...', জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়


অন্যদিকে, ২৪ ডিসেম্বর, পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, নিকাহ্ সারেন আরবাজ খান ও শৌরা খান। হাজির ছিলেন অভিনেত্রী রবিনা টন্ডন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।