পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শনিবার কলকাতা বইমেলা (Kolkata International Book Fair) চত্বর থেকে পকেটমারির (Pick Pocketing) অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta)। সোমবার অভিনেত্রীকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। বিধাননগর মহকুমা আদালতে এদিন পুলিশ বলে, ‘পকেটমারি নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল। সেই পকেটমারির সঙ্গে ধৃত অভিনেত্রী যুক্ত কিনা খতিয়ে দেখতে হবে।‘
তদন্ত নিয়ে রবিবার আদালতের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। আজ আদালতের কাছে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নিতে আবেদন জানায় পুলিশ। জানা গেছে কাল নেওয়া হবে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি। আজ আদালতে জামিনের আবেদন জানান রূপা দত্তের আইনজীবী। ‘এখনই জামিন পেলে সাক্ষীর ওপর প্রভাব খাটাতে পারেন ধৃত,’ আদালতে সওয়াল করেন আইনজীবী। আদালতে পাল্টা রূপার আইনজীবীর দাবি, ‘গৃহবন্দি রাখুন, কিন্তু জামিন দিন’। সেই আবেদন খারিজ করেছে বিধাননগর মহকুমা আদালত।
এদিকে, শুনানি চলাকালীনই কান্নায় ভেঙে পড়েন রূপা দত্ত। আদালত সূত্রে খবর, অভিযুক্ত অভিনত্রী জানান, মেলায় ঠান্ডা পানীয় খেয়ে তিনি ডাস্টবিনে বোতল ফেলতে গেছিলেন। তখন ডাস্টবিনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তুলে নেন। সেই সময় কিছু লোক তাঁকে ঘিরে ধরে। তারপরই গ্রেফতার করে পুলিশ। একথা শুনে বিচারক অভিনেত্রীকে প্রশ্ন করেন, এত বড় বড় জায়গায় অভিনয় করেছেন, অথচ ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ তুলে নিলেন? তদন্তকারী অফিসার জানান, ওই মহিলা পরপর পার্স চুরি করছিলেন। পরে সুযোগ বুঝে তা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেই ডাস্টবিনে ফেলে দেন।
আরও পড়ুন: The Kashmir Files: গুজরাত, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে করমুক্ত হল 'দ্য কাশ্মীর ফাইলস'
শনিবার বইমেলা থেকে রূপা দত্তকে আটক করার পর পুলিশ দাবি করেন, অভিনেত্রী স্বীকার করেছেন, জনবহুল এলাকা ও হাইপ্রোফাইল অনুষ্ঠানে গিয়ে তিনি হাতসাফাই করতেন। ধৃতের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয় যেখানে টাকার হিসেব লেখা রয়েছে বলে জানা যায়।