এক্সপ্লোর
Advertisement
টেলি অভিনেত্রী সেজাল শর্মার মৃত্যুতে শোকবিহ্বল সহশিল্পীরা
টেলিভিশন সিরিয়াল 'দিল তো হ্যাপি হ্যায় জি'-র অভিনেত্রী সেজাল শর্মা শুক্রবার মুম্বইয়ের মীরা রোডে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুতে সমগ্র ইন্ডাস্ট্রি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নয়াদিল্লি: টেলিভিশন সিরিয়াল 'দিল তো হ্যাপি হ্যায় জি'-র অভিনেত্রী সেজাল শর্মা শুক্রবার মুম্বইয়ের মীরা রোডে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুতে সমগ্র ইন্ডাস্ট্রি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বলিউড ও টেলিভিশন অভিনেতা কুশল পঞ্জাবীও গত বছরই আত্মঘাতী হয়েছিলেন।
জসমিন ভাসিন অভিনীত 'দিল তো হ্যাপি হ্যায় জি' সিরিয়ালে সিম্মি খোসলার চরিত্রে অভিনেত্রীর দেহ তাঁর বাড়িতে উদ্ধার করা হয়। মানসিক অবসাদের কারণেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান।
সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, সেজাল একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন। সুইসাইড নোটে সেজাল জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই চরম পদক্ষেপ তিনি নিয়েছেন।
'বিদ্যা' সিরিয়ালের অভিনেত্রী মীরা দেওস্থলে সেজালের মৃত্যুতে ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী বার্তা দিয়েছেন। 'উড়ান' অভিনেত্রী সেজালের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'তোমার আত্মার শান্তি কামনা করছি। আমার যে বন্ধু সবসময় হাসিখুশি ও সুখী ছিল, সে যে অবসাদে ভুগত তা ঘুণাক্ষরেও টের পাইনি। আমি খুবই মর্মাহত। তোমাকে ভালোবাসা ও প্রার্থনা'।
'দিল তো হ্যাপি হ্যায় জি'-তে জসমিন ভাসিনের জায়গায় যিনি এসেছিলেন, সেই ডোনাল বিস্ত ইনস্টাগ্রাম পোস্টে তাঁর শোক প্রকাশ করেছেন। সূত্র-ইনস্টাগ্রাম
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement