Aditi Rao Hydari: ঐশ্বর্য্যের মতো 'কান'-এর লাল গালিচায় সিঁদুর পরলেন অদিতিও! তবে তাঁর কারণ আলাদা?
Aditi Rao Hydari in Cannas: সোশ্যাল মিডিয়ায় কান-এর লাল গালিচা থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অদিতি রাও হায়দারি।

কলকাতা: ২০২৫-এ 'কান'-এর লাল গালিচায় যেন চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়াল সিঁদুর। প্রথমে ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও তারপরে অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)। 'কান'-এর লাল গালিচায় অদিতি পা রাখলেন লাল শাড়িতে। সঙ্গে সিঁথি ভরা সিঁদুর। তাঁর সাজে অন্য মাত্রা যোগ করল যেন এই লাল সিঁদুর। নেটিজেনরা বললেন, স্বামী সিদ্ধার্থের জন্যই সিঁদুর পরেছেন অদিতি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ প্রশংসিত ও হল তাঁর এই লুক। তবে অদিতি ই প্রথম নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আরও এক অভিনেত্রীর ছবি। তিনি ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।
সোশ্যাল মিডিয়ায় কান-এর লাল গালিচা থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অদিতি রাও হায়দারি। টম্যাটো লাল শাড়ির সঙ্গে গলায় মানানসই চোকার পরেছিলেন অদিতি। মেসি বান হেয়ারস্টাইলের মাঝখানে শোভা পাচ্ছে টকটকে লাল সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন অদিতির স্বামী সিদ্ধার্থ ও। তিনি লিখেছেন, 'আমার ভালবাসা 'কান'-এর গালিচায়'। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অদিতির এই লুক। তবে তিনি কেন সিঁদুর পরেছেন, তা নিয়ে দ্বিমত রয়েছে। অনেকে বলছেন, স্বামী সিদ্ধার্থের কথা ভেবেই সিঁদুর পরেছিলেন অদিতি। অনেকে আবার মনে করছেন, 'অপারেশন সিঁদুর' -কে সম্মান জানিয়ে মাথায় সিঁদুর পরেছেন অদিতি।
'কান'-এর লাল গালিচায় চর্চায় ঐশ্বর্য্যের মাথা ভরা সিঁদুর
'কান'-এর মঞ্চে এবার ডেবিউ করেছেন জাহ্নবী কপূর সহ একাধিক অভিনেতা অভিনেত্রী, তবে প্রত্যেকেই অপেক্ষায় ছিল ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। তিনি যেন এলেন, দেখলেন ও জয় করলেন। কান -এর লাল গালিচায় চর্চায় ঐশ্বর্য্য রাইয়ের দুধসাদা বেনারসি ও সিঁথি ভরা সিঁদুর। ঐশ্বর্য্য রাইয়ের লুক চর্চায় থাকার একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অবশ্যই তাঁর সিঁথির সিঁদুর অন্যতম কারণ। সদ্য গুঞ্জন উঠেছিল, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে যেতে চলেছে তাঁর। দীর্ঘদিন থেকেই নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য্য। আর বাবা মায়ের সঙ্গে রয়েছেন অভিষেক। তবে কান-এর মঞ্চে ঐশ্বর্য্যের সিঁথি ভরা সিঁদুর যেন সব কিছুর জবাব। সিঁদুর ভারতীয় নারীর অহংকার। সেই সিঁদুরকেই মাথার মুকুটের মতো পরেছিলেন ঐশ্বর্য্য। তাঁর সাদা বেনারসি সাজের মধ্যে ঝলমল করছিল তাঁর সিঁথির সিঁদুর। আর সেটাই যেন যাবতীয় গুঞ্জনকে ধুলিসাৎ করে দিচ্ছিল। ঐশ্বর্য্য যেন এভাবেই বার্তা দিলেন, তাঁর ও অভিষেকের দাম্পত্য একেবারে সঠিক জায়গাতেই রয়েছে।
View this post on Instagram























