এক্সপ্লোর
Advertisement
'কেদারনাথে'র পর বলিউডের এই অভিনেত্রীর প্রযোজনায় দ্বিতীয় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সারা
মুম্বই: সদ্য পা রেখেছেন বলিউডে। তবে পারিবারিক সূত্রে টিনসেল টাউনের সঙ্গে তাঁর পরিচয় শৈশব থেকেই। মা-বাবা দুজনেই রুপোলি পর্দার। ঠাকুমাও ছিলেন গ্ল্যামার দুনিয়ার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বর্তমানে বাবার দ্বিতীয় স্ত্রীও রয়েছেন বলিউডে। এবার এই প্রজন্মের পালা। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করছেন সারা আলি খান। শুরু হয়ে গিয়েছে তাঁর প্রথম ছবির কাজ। 'কেদারনাথ' ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। প্রথম ছবির মুক্তির দিনও ঘোষণা হয়ে গিয়েছে। আগামী বছর ক্রিসমাসের মরসুমে। এরমধ্যেই বলিউডের এই নবাগতা নিজের হাতের মুঠোয় করে ফেললেন তাঁর পরবর্তী ছবি।
সূত্রের খবর দ্বিতীয় ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে কাজ করবেন সারা। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে অনুষ্কার প্রযোজনা সংস্থা ক্লিন স্টেট ফিল্মস এবং ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট। তবে এতদিন পর্যন্ত অনুষ্কা তাঁর প্রযোজনা সংস্থার সমস্ত ছবিতেই নিজে অভিনয় করতেন মুখ্য ভূমিকায়। শোনা যাচ্ছে, এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সারাই। ছবিটি একটি সোশ্যাল ড্রামা। বহু আলোচনা করেই সারাকে বাছাই করা হয়েছে বলে জানা গিয়েছে। 'কেদারনাথ' ছবিতে সহকারী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের প্রেরণা এবং অর্জুন। সারার কাজের প্রতি একাগ্রতা তাঁরা দেখেছেন। সেই জন্যে সারাকে বাছা হয়েছে। ছবির চিত্রনাট্য সারারও পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।
খবরটির সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে দুটি প্রযোজনা সংস্থার তরফেও। তবে এইমুহূর্তে তারা ব্যস্ত রয়েছে তাদের পরবর্তী ছবি 'পরী'র মুক্তি নিয়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement