এক্সপ্লোর
Advertisement
ঐশ্বর্যর ৪৪ তম জন্মদিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই কেক, কেন জানেন?
মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চনের ৪৪ তম জন্মদিনের আকর্ষণের কেন্দ্রে ছিল অভিনেত্রীর জন্যে বানানো বিশেষ একটি বার্থ ডে কেক। জানা গিয়েছে, অ্যাশের জন্যে এই বার্থ ডে কেকটির অর্ডার দিয়েছিলেন অভিষেক এবং আরাধ্যা। কেকটিতে একটি ছোট্ট মডেলকে দেখা যাচ্ছে, যার গায়ে রয়েছে একটি আকাশি রঙের গাউন। এমন একটি গাউন অ্যাশ পরেছিলেন কান চলচ্চিত্র উত্সবে। কেকটি বানিয়েছেন মুম্বইবাসী তানিয়া বহেল।
তানিয়া জানিয়েছেন, কেকটি বানাতে তিনি এডিবল ফ্যাব্রিকের ব্যবহার করেছেন। তানিয়া হলেন প্রযোজক সৃষ্টি বহেলের বোন। সেই এডিবল ফ্যাব্রিকের ছবি তানিয়া নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ারও করেছেন। এই কেকটি তৈরি হয়েছে ভ্যানিলা এবং চকোলেট ফ্লেভারে। এডিবল ফ্যাব্রিকটি তৈরি করতে বেশ কয়েকদিন লেগেছে, এবং পুরো কেকটি তৈরি হয়েছে মোট চার দিনে। তবে এবছর নিজের জন্মদিন একেবারেই সাধারণভাবে পালন করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। জন্মদিনের দিন মা-মেয়ের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন অ্যাশ।So this special Cake went out today ... #HappyBdayAishwarya pic.twitter.com/qthMLZYJpj
— tania r.behl (@tania_behl) November 1, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement