এক্সপ্লোর
মজার এবং ফ্লার্টি লুকে ভোগ ম্যাগাজিনের কভারপেজে ঐশ্বর্য, সঙ্গে কে দেখুন
মুম্বই: ভোগ ইন্ডিয়ার কভারপেজে একেবারেই অন্যধরনের এক পার্টনারের সঙ্গে কুল, মজার এবং ফ্লার্টি লুকে পোজ দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। গায়ক এবং নায়ক, ফ্যারেল উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে পোজ দিয়েছেন অ্যাশ। ম্যাগাজিনের এপ্রিলের ইস্যুতে দেখা গিয়েছে দুজনকে।
তবে অ্যাশ এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, এই ম্যাগাজিনের শ্যুট করাটা তাঁর কাছে কতটা কঠিন ছিল। কারণ, বাড়িতে মেয়েকে দেখাশোনার জন্যে ঐশ্বর্যর একজন ন্যানিই রয়েছে। যদিও অভিনেত্রীর দাবি, তাঁকে মাঝেমধ্যেই শুনতে হয় তাঁর বাড়িতে প্রচুর কাজের লোক আছে, যাঁরা তাঁকে সাহায্য করেন। কিন্তু সেটা মোটেই সঠিক নয়। এপ্রসঙ্গে অ্যাশের দাবি, তিনি আসলে জীবনে সবসময় ব্যস্ত থাকতে ভালবাসেন। হোমমেকাররা যেভাবে কাজ করেন, সেটাকে তিনি সম্মানও করেন।
আপাতত পেশাদার জগতে ‘ফ্যানি খান’-এর শ্যুট নিয়ে ব্যাস্ত রয়েছেন বচ্চন বহু। এছাড়াও ‘রাত অউর দিন’-এর রিমেকের জন্যেও ঐশ্বর্যকে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ‘উহ কৌন থি’ ছবির রিমেকের জন্যেও প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। মোটামুটি টাইট শিডিউল রয়েছে ঐশ্বর্যর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement