এক্সপ্লোর
কাজল-অজয়ের ছেলে যুগের জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানালেন বাবা-মা
মা কাজল ছেলেকে কোলে নেওয়া একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, নীচে লিখেছেন, জন্মদিনের সপ্তাহ শুরু।

মুম্বই: গতকাল ৯ বছরে পড়েছে কাজল ও অজয় দেবগণের ছেলে যুগ। বলিউডের আর পাঁচটা বাচ্চার মত নয় যুগ, সে অত ফ্যাশন কনসাস নয়, আলাদা করে পোজও দেয় না। বরং প্রচণ্ড মজাদার, এই বয়সেই জমিয়ে দেয় বন্ধুদের আড্ডা। মা কাজল ছেলেকে কোলে নেওয়া একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, নীচে লিখেছেন, জন্মদিনের সপ্তাহ শুরু।
কাজল আরও একটি ভিডিও পোস্ট করেছেন, যুগ তখন মোটে ৩। বিখ্যাত ফ্রেন্ডস সিরিয়ালের হাউ ইউ ডুইং ডায়ালগটি অসাধারণ নকল করেছে সে!View this post on Instagram
ছেলের ছবি পোস্ট করেছেন বাবা অজয়ও। একটি গুরুদ্বারে প্রার্থনা করতে শেখাচ্ছেন যুগকে। লিখেছেন, তোমাকে বড় হতে দেখাই আনন্দ।
দেখুন তার আরও দুষ্টুমির ছবি।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















