Naam Movie Updates: এই গরমেই আসছে অজয় দেবগনের সাইকোলজিকাল থ্রিলার 'নাম'

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, অজয় দেবগনের আগামী ছবি 'নাম' (Naam) পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক অনীশ বাজমি। ছবিটি সাইকোলজিকাল এবং অ্যাকশন থ্রিলার। সুইৎজারল্যান্ড ও মুম্বইতে শ্যুটিং হয়েছে এই ছবির।

Continues below advertisement

মুম্বই: চলতি বছর বেশ কিছু ছবি মুক্তি পাবে বলিউড তারকা অজয় দেবগনের (Ajay Devgn)। সামনেই মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ছবি 'রানওয়ে ৩৪'। এই ছবিতে অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং রকুলপ্রীত সিংহকে। ছবিটি পরিচালনা, প্রযোজনা দুটোই করেছেন 'রাজু চাচা' অভিনেতা। এবার তাঁর আগামী ছবি 'নাম' (Naam) কবে মুক্তি পাবে, সে সম্পর্কে তথ্য পাওয়া গেল।

Continues below advertisement

কবে মুক্তি পাবে অজয় দেবগনের আগামী ছবি 'নাম'-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, অজয় দেবগনের আগামী ছবি 'নাম' পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক অনীশ বাজমি। ছবিটি সাইকোলজিকাল এবং অ্যাকশন থ্রিলার। সুইৎজারল্যান্ড ও মুম্বইতে শ্যুটিং হয়েছে এই ছবির। জানা যাচ্ছে চলতি বছর গরমেই মুক্তি পেতে পারে এই ছবি। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর মে মাস থেকে জুলাই মাসের মধ্যেই মুক্তি পেতে পারে 'নাম'। এই নিয়ে চতুর্থবার পরিচালক অনীশ বাজমির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা। অজয় দেবগন ও অনীশ বাজমি একসঙ্গে 'হলচল', 'পেয়ার তো হোনা হি থা', 'দিবাঙ্গী'র মতো ছবি তৈরি করেছেন।

আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: 'ভুল ভুলাইয়া টু'তে কেন নেই অক্ষয় কুমার?

'নাম' ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন বলিউড প্রযোজক অনিল রুঙতা। এবং এই ছবিটি রুঙতা এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে। এক সাক্ষাৎকারে প্রযোজক অনিল রুঙতা বলেন, 'নাম' আমার কাছে অত্যন্ত স্পেশাল একটা ছবি হতে চলেছে। 'পেয়ার তো হোনা হি থা', 'হলচল', 'দিবাঙ্গী' ছবির পর এই নিয়ে চতুর্থবার অনীশ বাজমির সঙ্গে জুটিতে ছবি তৈরি করতে দেখা যাবে অজয় দেবগনকে। অজয় একজন অসাধারণ অভিনেতা। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অসাধারণ। পর্দায় নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে ওর জুড়ি মেলা ভার।' প্রসঙ্গত, অজয় দেবগনকে শীঘ্রই দেখা যাবে 'রানওয়ে ৩৪', 'ময়দান' ও আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে পরিচালক অনীশ বাজমির ছবি 'ভুল ভুলাইয়া টু' মুক্তি পাবে আগামী ২০ মে।

Continues below advertisement
Sponsored Links by Taboola