কলকাতা: তাঁর জন্ম নয়াদিল্লিতে। পরিবার অনেকের সঙ্গেই পূর্ব যোগ ছিল বলিউডের। আর তাই হয়তো, তাঁর ভাগ্যে লেখাই ছিল রূপোলি পর্দার জৌলুস। আর নিজের জন্মগত নাম পরিবর্তনও সেই রূপোলি পর্দার সৌজন্যেই। আজ বলিউডের অন্যতম অভিনেতা অজয় দেবগণ (Ajay Debgn)-এর জন্মদিন। আর এই বিশেষ দিনটিতে নিজের ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনতা। এদিনও তার অনথ্য়া হল না। কিন্তু দেখা করার সময়ই ঘটল এক বিপত্তি। অজয়ের এই ভক্ত অনুমতি ছাড়াই তাঁর হাত ধরেন যার জন্য় একটু বিরক্তই বোধ করেন অভিনেতা।
তবে হাসি মুখেই সেই পরিস্থিতি সামাল দেন অভিনেতা। এদিন সাদা শার্ট, নীল জিন্স পরে ও হলুদ সানগ্লাস পরে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি, এবং ভক্তদের আব্দার মিটিয়ে সকলের সঙ্গে হাসি মুখে সেলফিও তোলেন অভিনেতা।
প্রসঙ্গত, অজয়ের বাবা বীরু দেবগণ ছিলেন বলিউডের স্টান্ট কোরিওগ্রাফার ও একজন অ্যাকশন পরিচালক। ভাই অনিল দেবগণও যুক্ত ছিলেন চিত্রনাট্য লেখা ও ছবি তৈরির কাজে। মা বীণা দেবগণও ছবি প্রযোজনা করেছিলেন। জুহুর সিলভার বিচ হাই স্কুলে পড়াশোনা করেছিলেন অজয়। এরপর মিথিবাঈ কলেজে পড়াশোনা চালিয়ে যান অজয়। এরপর, ১৯৯১ সালে বলিউডে পাকাপাকিভাবে পা রাখেন অজয়।
আরও পড়ুন...
তাঁর প্রথম ছবি ছিল 'ফুল অউর কাঁটে' (Phool Our Kaante)। আর এই ছবি মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন অজয়। তাঁর আসল নাম ছিল বিশাল দেবগণ (Vishal Devgan)। কিন্তু তাঁর ছবি মুক্তির একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল মনোজ কুমারের পুত্রের। তাঁর নামও ছিল বিশাল। নিজের অনন্যতা বজায় রাখার জন্যই নিজের নাম বদলে অজয় করে নেন অভিনেতা। এরপর ২০০৯ সালে নিজের পদবির বানানও বদলে নেন অজয়।
'জিগর' ছবিতে অভিনয়ের সময় করিশ্মা কপূরের (Kareeshma Kapoor)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অজয়। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ১৯৯৫ সালেই ভেঙে যায় অজয় ও করিশ্মার সম্পর্ক। ওই বছরই কাজলের সঙ্গে গুণ্ডারাজ (Gundaraj) ছবিতে কাজ করতে গিয়ে আলাপ হয় অজয়ের। সেই আলাপ গড়ায় প্রেমে। দীর্ঘ সম্পর্কের পরে ১৯৯৯ সালে মহারাষ্ট্রের রীতি মেনে কাজলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অজয়। তাঁদের দুই সন্তানও রয়েছে।