এক্সপ্লোর
মুক্তি পেল 'আকসর টু'-র ট্রেলর, ঘনিষ্ঠ এবং সাহসী দৃশ্যে দেখা গেল জারিনকে, রয়েছে অন্য চমকও, দেখুন

মুম্বই: রুপোলি পর্দায় অত্যন্ত সাহসী এবং বোল্ড দৃশ্যে অভিনয়ের জন্যে বিখ্যাত অভিনেত্রী জারিন খান এবার তাঁকে 'আকসর-টু'তে এক অন্যমাত্রার সাহসী দৃশ্যে দেখা গেল। মুক্তি পেয়েছে 'আকসর-টু'র ট্রেলর। আগামী ৬ অক্টোবর পর্দায় আসছে এই ছবি
ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গৌতম রোডে এবং অভিনব শুক্লা।
বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থকেও এখানে অভিনয় করতে দেখা গেছে। যদিও এটা তাঁর প্রথম ছবি নয়। তবে আগের ছবিটি টাকা সংক্রান্ত সমস্যার কারণে এখনও পর্দায় মুক্তি পায়নি।
গতকাল জারিন, এবং ছবির অন্যান্য অভিনেতাদের উপস্থিতিতে মুক্তি পেল ছবির ট্রেলর। ছবিটির নির্দেশনা করছেন অনন্ত মহাদেবন। ইনিই প্রথম আকসরের নির্দেশনার দায়িত্বেও ছিলেন। 'আকসর টু' হচ্ছে আকসর-এর সিকুয়েল।
ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গৌতম রোডে এবং অভিনব শুক্লা।
বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থকেও এখানে অভিনয় করতে দেখা গেছে। যদিও এটা তাঁর প্রথম ছবি নয়। তবে আগের ছবিটি টাকা সংক্রান্ত সমস্যার কারণে এখনও পর্দায় মুক্তি পায়নি।
গতকাল জারিন, এবং ছবির অন্যান্য অভিনেতাদের উপস্থিতিতে মুক্তি পেল ছবির ট্রেলর। ছবিটির নির্দেশনা করছেন অনন্ত মহাদেবন। ইনিই প্রথম আকসরের নির্দেশনার দায়িত্বেও ছিলেন। 'আকসর টু' হচ্ছে আকসর-এর সিকুয়েল। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















