এক্সপ্লোর
Advertisement
যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খান, প্রতিবাদে হাউসফুল ৪-এর শ্যুট বাতিল অক্ষয় কুমারের
মুম্বই: ইন্ডিয়ায় এখন শুরু হয়েছে ‘মি টু’ আন্দোলন। সামনে আসছে সমাজে প্রতিষ্ঠিত একের পর এক ব্যক্তির নাম। বিনোদন দুনিয়ায় নানা পাটেকর, বিকাশ বহেল, রজত কপূর, অলোক নাথের পর ‘মি টু’ হ্যাসট্যাগ ব্যবহার করে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ছোটপর্দার অভিনেত্রী সালোনি চোপড়া এবং এক মহিলা সাংবাদিক করিশ্মা উপাধ্যায়। তাঁদের পরই সাজিদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সরব হয়েছেন আরও এক অভিনেত্রী, নাম র্যাচেল হোয়াইট।
র্যাশেলের বক্তব্য সামনে আসার পর থেকেই সকলে অপেক্ষা করছিলেন অক্ষয় কুমার কী প্রতিক্রিয়া দেন এই ঘটনায় সেটা দেখার জন্যে। অবশেষে মুখ খুলেছেন অক্ষয়।
পরিচালক সাজিদ খানের নামে যৌন হেনস্থার অভিযোগ থাকায় প্রযোজককে বলে হাউসফুল-৪-এর শ্যুট বাতিল করলেন অক্ষয়। সেই সঙ্গে অক্ষয় একথাও বলেছেন, যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত কারও সঙ্গে তিনি কাজ করবেন না। টুইটারে নিজের মতামতও জানিয়েছেন।
— Akshay Kumar (@akshaykumar) October 12, 2018প্রসঙ্গত, ‘হাউসফুল-৪’-এ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নানা পাটেকর, ববি দেওল, রীতেশ দেসমুখ, কৃতি শ্যানন, কৃতি খারবান্ডা, পূজা হেগড়েরা। ছবির পরিচালক এবং অন্যতম অভিনেতার নামে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, বাতিল ছবির শ্যুট। এখন দেখার এই ছবির ভাগ্যে কী রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement