এক্সপ্লোর
ভাইরাল ভিডিও : সৈকতে একদল ছেলের সঙ্গে ভলিবলে মগ্ন অক্ষয়কুমার!
কসরতের জন্য কি সবসময় জিমেই যেতে হবে? একদল ছেলের সঙ্গে ভলিবল খেললেও তো গা ঘামানো হয়। এমনই ক্যাপশন দিয়ে অক্ষয় আপলোড করেছেন ভিডিওটি।

মুম্বই: প্রতিদিনই কোনও না কোনও কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন অক্ষয় কুমার। বুধবারই আলোকচিত্রীদের দেখে ছুটতে শুরু করেছিলেন অক্ষয়, সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবারও অক্ষয় কুমারের বিচ ভলিবল খেলার ভিডিও জনপ্রিয় হল সোশ্যাল প্ল্যাটফর্মে।
কসরতের জন্য কি সবসময় জিমেই যেতে হবে? একদল ছেলের সঙ্গে ভলিবল খেললেও তো গা ঘামানো হয়। এমনই ক্যাপশন দিয়ে অক্ষয় আপলোড করেছেন ভিডিওটি। তাঁর এই পোস্টটি দেখে ফেলেছেন ১৮ লাখেরও বেশ মানুষ। রোহিত শেট্টির ‘সূর্যবংশী’ ছবির জন্য শুটিং-এ ব্যস্ত এখন অক্ষয়। ’লক্ষ্মী বম্ব’ ছবিতেও দেখা যাবে তাঁকে। হাতে আছে ’পৃথ্বীরাজ’ও। এই মুহূর্তে অক্ষয়-অনুরাগীরা তাঁকে অ্যাডভেঞ্চার শো “ম্যান ভার্সেস ওয়াইল্ড”-এ দেখার অপেক্ষায়। এর আগে ওই শো-তে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। রজনীকান্তও শুটিং সেরে ফেলেছেন এই টিভি শো-এর জন্য। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















