এক্সপ্লোর
ছোটবেলার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে 'জিঙ্গাট' থেকে শুরু করে বিভিন্ন গানে জমিয়ে নাচ আলিয়ার, ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: নিজের বিয়ে নিয়ে আলিয়া ভট্টর এখনই কোনও হেলদোল নেই। কিন্তু বন্ধুর বিয়েতে জমিয়ে মজা করলেন তিনি। সম্প্রতি তাঁর এক ছোটবেলার বন্ধুর বিয়েতে এসেছিলেন তিনি। বিয়ের সমস্ত অনুষ্ঠানে শুধু অংশ নিয়েই ক্ষান্ত থাকেননি বলিউড অভিনেত্রী। সেইসঙ্গে রীতিমতো আসরও জমিয়েছিলেন তিনি। ছোটবেলার বন্ধু দেবিকা আডবাণীর বিয়ের সঙ্গীত অনুষ্ঠান আলিয়ার উপস্থিতিতে আরও ঝলমলে হয়ে ওঠে। ‘জিঙ্গাট’ থেকে শুরু করে পঞ্জাবি গান ‘কোকা কোলা তু’-র মতো গানে জমিয়ে নেচেছেন তিনি। ওই বিযের অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে আলিয়াকে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ধড়ক’ সিনেমার জনপ্রিয় গান ‘জিঙ্গাট’-এর তালে নাচতে দেখা গিয়েছে।
নিচের ভিডিওতে দেখা যাচ্ছে যে, আলিয়া কনের সঙ্গে জমিয়ে নাচছেন।
নাচ ও মজার পাশাপাশি আলিয়া তাঁর বন্ধুর সঙ্গে কিছু বিশেষ মুহুর্ত ও স্মৃতির কথাও জানিয়েছেন। একটি ভিডিওতে আলিয়া বলেছেন, ছোটবেলার দেবিকার সঙ্গে তিনি অভিনেত্রী-অভিনেত্রী খেলা করতেন এবং একে অপরের বাড়িতে গিয়ে গল্পগুজব ও খেলায় মাততেন।
আরও একটি ভিডিওতে দেবিকা ও তাঁর হবু স্বামীর সঙ্গে আলিয়াকে দেখা গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















