মুম্বই: বয়স সবেমাত্র এক বছর। অবশেষে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূরের (Ranbir Kapoor) একরত্তি কন্যা রাহা (Raha Kapoor) এলেন সকলের সামনে। বড়দিনে তারকা দম্পতির অনুরাগীদের জন্য এর থেকে বড় উপহার আর কীই বা হতে পারে!


বড়দিনে অনুরাগীদের বড় উপহার 'রণালিয়া'র


২৫ ডিসেম্বর, সর্বপ্রথম মেয়েকে নিয়ে সকলের সামনে এলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। দম্পতি এই প্রথম খুদের পুরো মুখ আনলেন সকলের সামনে। কুণাল কপূরের বাড়িতে ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চে অংশ নেওয়ার জন্য প্রবেশ করার সময় ক্যামেরাবন্দি। গাড়ি থেকে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। এত ক্যামেরার ঝলকানিতে  খানিক হয়তো হতবাকই হয়েছে পুঁচকে। বড় বড় চোখ করে চারিদিকে দেখতে থাকে সে। উচ্ছ্বাসে যেই না চিৎকার পাপারাৎজিদের মুখে, ওমনি তাঁদের ইশারায় থামতে বলেন অভিনেতা। ক্রিসমাস থিমড ড্রেসে মিষ্টি দেখাচ্ছিল রাহাকে। মায়ের সঙ্গে মিলিয়ে লাল রঙের শ্যু পরেছিল খুদে। মাথায় দুটো ঝুঁটি, মুখ চেপে হতবাক খুদে রাহা, আর তাকে দেখে আনন্দে আত্মহারা অনুরাগী মহল।


এদিন রাহার মা, অর্থাৎ অভিনেত্রী আলিয়া ভট্টকে দেখা গেল কালো ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেসে, মাথায় ছিল রেইনডিয়ার হেয়ারব্যান্ড। রাহার বাবা, অভিনেতা রণবীর কপূর পরেছিলেন কালো শার্ট জিন্স ও জ্যাকেটে। তবে তারকা দম্পতির আজ ম্লান হয়ে গেল রাহার কাছে। সমস্ত লাইমলাইট পড়ল তারকা কন্যার ওপরই, আজকের ছবিতে সেই স্টার।


আরও পড়ুন: Malaika Arora: আরবাজের দ্বিতীয় বিয়ের দিনে সর্বসমক্ষে মালাইকা, ক্রিসমাসের বিশেষ প্রার্থনা সেরে বেরোতেই ক্যামেরাবন্দি


চলতি বছরের ৬ নভেম্বর প্রথম জন্মদিন পালন করে খুদে রাহা। মিষ্টি পোস্টে মেয়েকে ভালবাসা জানিয়েছিলেন আলিয়া। রঙিন কেকের ওপর খুদে দুটো হাত। তাতে ক্রিম আর ভালবাসা মাখামাখি। পরের ছবিটে তিনটি হাত, তিনটি ফুল। বাবা ও খুদের হাতে ধরা গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা মায়ের হাতে। পরের ছবি সুরেলা। ছোট্ট যন্ত্র থেকে ভেসে আসছে জন্মদিনের শুভেচ্ছা-মাখা সুর। জন্মদিনে এভাবেই মেয়েকে আদরে, ভালবাসায় ভরান অভিনেত্রী। জন্মের পর থেকে, রাহাকে আড়ালেই রেখেছিলেন আলিয়া-রণবীর। ছোট্ট স্টারকিড অন্তরালে থেকেই পার করে ফেলে ১টা বছর। প্রথম জন্মদিনের প্রায় মাস দেড়েক পর প্রথম সামনে এল রাহা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।