মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটির নাম রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। গত বছর থেকে শোনা যাচ্ছে শীঘ্রই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও বিয়ের নির্দিষ্টি দিনক্ষণ জানা জায়নি। অবশেষে জানা গেল কবে বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া। দুই তারকার অনুরাগীরা বহু সময়ই নেট মাধ্যমে তাঁদের বিয়ে সম্পর্কে জানতে চান।


জানা যায়, করোনা পরিস্থিতি শুরু হওয়ার কারণেই বারবার পিছিয়ে গিয়েছে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ে। করোনা পরিস্থিতি না থাকলে গত বছরই বিয়ের পিঁড়িতে বসতেন তাঁরা। সম্প্রতি বিভিন্ন সূত্রে থেকে জানা যাচ্ছে চলতি বছরই বিয়ে সারবেন দুজনে। চলতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিয়ে করতে পারেন রণবীর-আলিয়া। জানা গিয়েছে, চলতি বছর এপ্রিল মাসেই কপূর পরিবারের ঐতিহ্যশালী বাড়ি আরকে হাউজে চারহাত এক হবে দুই তারকার। বিভিন্ন সূত্রে খবর, বিয়ের স্থান ঠিক করেছেন রণবীর কপূর নিজেই। প্রসঙ্গত, রণবীর কপূরের বাবা-মা ঋষি কপূর এবং নীতু কপূরেরও বিয়ে হয় এই জায়গাতেই। যদিও রণবীর কপূর কিংবা আলিয়া ভট্টর পক্ষ থেকে এই সংক্রান্ত অফিশিয়ালি কোনও খবর জানান হয়নি।


আরও পড়ুন - Badshah Health: নিজের জটিল অসুস্থতা নিয়ে মুখ খুললেন বাদশা, কী হয়েছে তাঁর?


সাম্প্রতিককালে এক সাক্ষাতকারে বিয়ে প্রসঙ্গে রণবীর কপূর বলেন, 'আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে সংবাদমাধ্যমের কাছে বিয়ের দিন ঘোষণা করব! তবে, হ্যাঁ। একটা কথা বলতে পারি, আমি আর আলিয়া দুজনেই বিয়ের পরিকল্পনা করছি। আশা করছি শীঘ্রই তা হবে।' রণবীর কপূর ও আলিয়া ভট্টকে শীঘ্রই দেখা যাবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে। এই ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের।


রণবীর কপূরের হাতে রয়েছে একাধিক ছবি। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়া ভট্টের বিপরীতে, 'শামশেরা' ছবিতে বাণী কপূরের বিপরীতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, আলিয়া ভট্টের হাতেও রয়েছে বেশ কিছু ছবি। 'জি লে জারা', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।