মুম্বই: বেশ কিছু মানসিক অসুখে আক্রান্ত ছিলেন র‍্যাপার বাদশা (Badshah)। সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) চ্যাট শোয়ে এসে নিজের অসুস্থতার কথা জানালেন তিনি। স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea), ক্লিনিকাল ডিপ্রেশন, সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো বিভিন্ন মানসিক সমস্যায় ভুগেছেন তিনি। খোলাখুলি নিজের স্বাস্থ্য নিয়ে কথা বললেন বাদশা।


সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির চ্যাট শো 'শেপ অফ ইউ'-এ উপস্থিত ছিলেন জনপ্রিয় র‍্যাপার বাদশা। সেখানেই তিনি বলেন যে,  তিনি স্লিপ অ্যাপনিয়া, ক্লিনিকাল ডিপ্রেশন, সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো বিভিন্ন মানসিক সমস্যায় ভুগেছেন। তিনি বলেন, 'আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আমার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। মানসিক শান্তি আমার কাছে বিলাসবহুল জীবনযাপনের মতো। কারণ, প্রতিদিন আমি যে চাপ, উদ্বেগ অনুভব করি, তা বলে বোঝানো সম্ভব নয়। আমি জীবনের অন্ধকার দিকগুলো দেখেছি। অন্ধকার দিনগুলো কাটিয়েছি। যখনই মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ আসে, আমি খোলাখুলি কথা বলি। আমি ক্লিনিকাল ডিপ্রেশনে আক্রান্ত ছিলাম। আমি সিভিয়ার অ্য়াংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ছিলাম। এমনকি আমার স্লিপ অ্যাপনিয়ার সমস্যাও ছিল।  তাই আমি বুঝি মানসিক সমস্যা কী হয়। আমি সেই দিনগুলোয় ফিরে যেতে চাই না। এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমাকে কিছুটা সেলফিসও হতে হয়।'


আরও পড়ুন - Malaika Arora: গাড়ি দুর্ঘটনার কবলে মালাইকা অরোরা, ভর্তি হাসপাতালে


আগের থেকে অনেকটাই ওজন কমে গিয়েছে বাদশার। শিল্পা শেট্টির সঙ্গে চ্যাট শোয়ে কথা বলার সময় তিনি বলেন, 'একজন পারফরমার হিসেবে আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটাই সবথেকে বড় কারণ। আর একটা বড় কারণ হল আমি স্লিপ অ্য়াপনিয়ার সমস্যায় ভুগেছি। মোটা হয়ে গেলে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। আমি জানি তাই ওজন কমানোর চেষ্টা করি। এখন আমি এই সমস্যা থেকে মুক্তি।'


প্রসঙ্গত, বর্তমানে 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এ বিচারক হিসেবে দেখা যাচ্ছে বাদশাকে। সেখানে বিচারক হিসেবে রয়েছেন শিল্পা শেট্টিও।