এক্সপ্লোর
Advertisement
রাখীবন্ধন উৎসবে আলিয়া পেলেন এই ছোট্ট ভাইকে
মুম্বই: গতকাল রবিবার সিনে দুনিয়ার তারকাও সামিল হয়েছিলেন রাখীবন্ধন উৎসবে। সেই উৎসবে সামিল হওয়ার ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুরের ছবিও দেখা দিয়েছে। আসলে পুরো কপূর পরিবারই উৎসবে সামিল হয়েছিল এবং নিজ নিজ ভাই-বোনের সঙ্গে তাঁদের সময় কাটানোর ছবি প্রকাশ্যে এসেছে।
এরইমধ্যে আলিয়া ভট্টও কর্ণ জোহরের বাড়িতে গিয়ে তাঁর ছেলে যশের হাতে রাখী বাঁধলেন। আলিয়া কর্ণ জোহরের যমজ সন্তান রুহি ও যশের খুবই কাছের। জন্মের পর রুহি ও যশকে যখন হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়, তখন বি-টাউনের যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন আলিয়াও।
ছবিতে আদর করে যশের হাতে রাখী বাঁধতে দেখা যাচ্ছে আলিয়াকে। সবুজ রঙা পোশাকে বিনা মেকাপেই আলিয়াকে খুব ভালো মানিয়েছে। আসলে যেকোনও উত্সবেই স্টুডেন্ট অফ দ্য ইয়ার তারকাকে কর্ণ জোহরের বাড়িতে দেখা যায়। সেই সব ছবি কর্ণ জোহর মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেন। রুহি ও যশ আসার পর কর্ণ জোহরের বন্ধুরা প্রায়ই শিশু দুটির সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসেন। তাঁর শিশুদুটির সঙ্গে বেশ মজাও করেন। এক সাক্ষাত্কারে কর্ণ জোহর বলেছিলেন, তাঁর সন্তানদের সঙ্গে দেখা করতে এত লোক আসেন যে, শিফ্টের ব্যবস্থা করতে হচ্ছে। আর অতিথিদের জন্য চা- জলখাবার নিয়ে ঘুরতে ঘুরতেই দিন ফুরিয়ে যাচ্ছে। কর্ণ আরও বলেন, আলিয়া তো দুদিন ছাড়াই চলে আসে আর যশ ও রুহির সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলা করে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement