নয়াদিল্লি: 'ধর্ম প্রোডাকশন'-এর (Dharma Productions) হাত ধরে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। ছবির নাম 'জিগরা' (Jigra)। বাসান বালা  (Vasan Bala) পরিচালিত এই ছবি অ্যনাউন্সমেন্ট টিজার (announcement teaser) প্রকাশ্যে এল আজ। ছবির সহকারী প্রযোজক আলিয়া নিজেই। 


কর্ণ জোহরের সঙ্গে প্রযোজনা আলিয়ার, আসছে নতুন ছবি


যে প্রযোজনা সংস্থার হাত ধরে পা রেখেছিলেন রুপোলি দুনিয়ায়, এবার তাদের সঙ্গেই হাত মিলিয়েই ছবির প্রযোজনা করছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। মুখ্য চরিত্রে তিনিই স্বয়ং। ছবির নাম ঘোষণা হয়েছে আজ, পোস্ট করা হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট টিজারও। 


কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন' ও আলিয়া ভট্টের 'ইটারনাল সানশাইন প্রোডাকশনস'-এর (Eternal Sunshine Production) যৌথ প্রযোজনায় আসতে চলেছে 'জিগরা'। মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে আজই। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। 'জিগরা'র ঘোষণা করেন কর্ণ জোহর ও আলিয়া ভট্ট দুজনেই।


এদিন অ্যানাউন্সমেন্ট টিজার শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'নিবেদন করছি 'জিগরা', প্রতিভাবান বাসান বালা পরিচালিত, এবং ধর্ম প্রোডাকশনস ও ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায়। ধর্ম প্রোডাকশনের ছবিতে ডেবিউ করা থেকে শুরু করে এখন তাদের সঙ্গেই ছবির প্রযোজনা করা, বহুদিক থেকে, মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম এতদিনে একটা বৃত্ত সম্পূর্ণ করতে পারছি।' তিনি একইসঙ্গে লেখেন, 'প্রত্যেকদিন এক একটা নতুন দিন... উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জে ভরা (এবং খানিকটা ভয়েরও)... শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, একজন প্রযোজক হিসেবেও এই ছবিটাকে প্রাণ দিয়ে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার তর সইছে না। 'জিগরা' প্রেক্ষাগৃহে আসছে ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালে।'


 






অভিনেত্রীর টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মীর থেকে পেয়েছেন শুভেচ্ছাবার্তা। দিয়া মির্জা, জোয়া আখতার, ভূমি পেডনেকর, বেদাঙ্গ রানা, ইরা দুবে শুভেচ্ছা জানিয়েছেন। 


প্রথম যে লুক প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে আলিয়া প্যান্ট-শার্ট পরে, চুলে পনিটেইল। ব্যাকপ্যাকও রয়েছে। নেপথ্যে আলিয়ার কণ্ঠ শোনা যাচ্ছে, 'আমার রাখি পরিস না তুই। তুই আমার সুরক্ষায় আছিস। আমি তোর কোনও ক্ষতি হতে দেব না। কখনও না।' প্রসঙ্গত, ২০১২ সালে 'ধর্ম প্রোডাকশন'-এর ব্যানারে কর্ণ জোহরের হাত ধরে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভট্ট। 


আরও পড়ুন: Dadasaheb Phalke Award 2023: অভিনেত্রী ওয়াহিদা রহমানকে 'দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট' সম্মান, দীর্ঘ পোস্ট অনুরাগ ঠাকুরের


অন্যদিকে, 'মণিকা, ও মাই ডার্লিং', 'মর্দ কো দর্দ নেহি হোতা'-র মতো ছবির জন্য খ্যাত বাসান বালা। তিনি টিজার শেয়ার করে এদিন লেখেন, 'সে একটি কথা দিয়েছিল এবং সে সেটি পূরণ করবে... পথে যাই বাধা আসুক... যাই মূল্য দিতে হোক.... জিগরা।'


কর্ম জোহর, আলিয়া ভট্ট, অপূর্বা মেহতা, সোমেন মিশ্র এই ছবির প্রযোজক। সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসবে তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial