এক্সপ্লোর
রণবীর কপূরকে বিয়ে করতে চান- দেখুন আলিয়া ভট্টের ভাইরাল ভিডিও

মুম্বই: আলিয়া ভট্ট ও রণবীর কপূরের প্রেমের কথা সকলের জানা। এবার এক ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে, আলিয়া বলছেন, রণবীরকে বিয়ে করতে চান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এটি কিন্তু নতুন নয়, বরং বেশ পুরনো ভিডিও। এখন যখন রণবীর-আলিয়া প্রেম করছেন, তখন তাঁদের সঙ্গে যুক্ত নতুন, পুরনো সব ছবি, ভিডিও প্রকাশ্যে আসছে। দেখুন ভিডিওয় কী বলেন আলিয়া। [embed]https://www.instagram.com/p/BkUVLCqFC1G/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed] আলিয়া-রণবীর দুজনেরই অল্পদিন আগে দুটি ছবি মুক্তি পেয়েছে, সুপারহিট করেছে দুটিই। আলিয়ার রাজি ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে, আর রণবীরের সঞ্জু তো ভেঙে দিয়েছে বহু সুপার ডুপার হিট ছবির রেকর্ড। এখন তাঁরা দুজনে বুলগারিয়ায় ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং করছেন। এক সঙ্গে তাঁদের এটাই প্রথম ছবি। [embed]https://www.instagram.com/p/BkAbR-dlrsW/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















