Entertainment News: আর শোনা যাবে না Maand, Jhol, Faasle.. স্পর্টিফাই থেকে সরিয়ে নেওয়া হল সমস্ত পাকিস্তানি গান
Step against Pakistan: গত ৮ মে, পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট বা এই ধরনের যে কোনও জিনিস সম্প্রচারের মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রক

কলকাতা: সরকারের নির্দেশে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বন্ধ করার আরও একটি পদক্ষেপ। জনপ্রিয় মিউজিক অ্যাপ স্পর্টিফাই থেকে সরিয়ে নেওয়া হল সমস্ত পাকিস্তানি গান। এর আগেই বিনোদন জগতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের প্রোফাইল সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানি অভিনেতার ছবির ভারতে মুক্তি করা, এই সমস্ত পদক্ষেপই নেওয়া হয়েছে। আর এবার স্পর্টিফাই থেকে সরানো হল যাবতীয় পাকিস্তানি গান। ভারতে স্পর্টিফাই গান শোনার জন্য ভীষণ জনপ্রিয় একটি অ্যাপ। Maand, Jhol, Faasle-র মতো গান স্পর্টিফাইতে ভীষণ জনপ্রিয়। কিন্তু সেই সমস্ত গান গতকাল থেকেই আর শুনতে পারছেন না ভারতীয় শ্রোতারা।
এর আগে, গত ৮ মে, পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট বা এই ধরনের যে কোনও জিনিস সম্প্রচারের মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছে সরকার। অর্থাৎ ভারতে বসে পাকিস্তানে তৈরি কোনও ওয়েব সিরিজ , সিনেমা, গান বা পডকাস্ট আর দেখা যাবে না।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায় এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। ভারতের সংহতি, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য যাতে সম্প্রচারিত, প্রকাশিত না হয়, প্রচারকারী মাধ্যমগুলিকে সেই সমস্ত বিষয় মাথায় রাখতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার সঙ্গে পাকিস্তানের যোগসাজোশ আছে বলেই প্রমাণিত হয়েছে।২২ এপ্রিল যে জঙ্গি হামলা হয়েছে, তাতে ভারতীয় ও নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। তাই জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে সকল ওটিটি প্ল্যাটফর্ম, চ্যানেল এবং প্রচারকারী মাধ্যমকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে, ফাওয়াদ খানের নতুন ছবি 'আবির গুলাল'-এর মুক্তি ভারতে রদ করা হয়েছে। ভারতে এই ছবি মুক্তি পায়নি ফাওয়াদ খানের জন্যই। দীর্ঘদিন পরে পাকিস্তানের অভিনেতা বলিউডের ছবিতে অভিনয় করতে ফিরেছিলেন। তবে সেই ছবি বলিউডে মুক্তি পায়নি কারণ সেখানে পাকিস্তানি নায়ক রয়েছেন।























