কলকাতা: বিপদ যেন কেটেও কাটছে না। সদ্যই হায়দরাবাদে 'পুষ্পা ২' (Pushpa 2) -এর প্রিমিয়ারে মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জেলে যেতে হয়েছিল অল্লু অর্জুনকে (Allu Arjin) -কে। প্রথমে গ্রেফতার করা হয় তাঁকে। এরপরে আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের রায় দেয়। জামিন পেয়ে যাওয়ার পরেও, দেরি হওয়ায় এক রাত জেলেই কাটাতে হয় অল্লু অর্জুনকে। সেই মামলায় জামিনে ছাড়া পেয়েছেন তিনি। আর এবার, ওই ঘটনায় আহত শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক। ১০ দিন হল, শিশুটিকে বের করা যাচ্ছে না ভেন্টিলেটর থেকে!


ঠিক কী হয়েছিল? হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। আর এবার এই ঘটনায় অভিনেতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। অল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তাঁর টিমের বিরুদ্ধে।


এই ঘটনায় ওই মহিলার সঙ্গে থাকা বছর আটেকের শিশুটিও গুরুতর আহত হয়েছিল। জানা যাচ্ছে, ওই ছেলেটির নাম শ্রী তেজা। ঘটনার পর থেকেই ওই শিশুকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে। শিশুটিকে Paediatric Intensive Care Unit-এ রাখা হয়েছে। KIMS Cuddles Hospital-এ ভর্তি রয়েছে ওই শিশু। জ্বর রয়েছে ওই শিশুর। টিউবের মাধ্যমে তাকে খাওয়াতে হচ্ছে। ১০ দিনেও তেমন বলার মতো কোনও উন্নতি হয়নি শিশুটির। যদিও ঘটনার পর পরই হাসপাতালে আনা হয় শিশুটিকে। কিন্তু তারপরেও তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। 


প্রসঙ্গত, ইতিমধ্যেই অল্লু অর্জুন ঘোষণা করেছেন, তিনি শিশুটির যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিতে চান। সেই সঙ্গে ওই পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ারও ঘোষণা করেন অল্লু অর্জুন। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তিনি ওই পরিবারের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন। তবে তার আগেই গ্রেফতার হতে হয় তাঁকে।


আরও পড়ুন: Rashmika Mandhana: পড়াশোনা করেছেন সাংবাদিকতা নিয়ে, কীভাবে অভিনয় দুনিয়ায় এলেন রশ্মিকা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে