কলকাতা: সদ্যই হামলা হয়েছে তাঁর জুবিলি হিলসের বাড়িতে। জনগণের রোষ আছড়ে পড়েছিল তাঁর বাড়ির ওপর। পাথর ছোড়া থেকে শুরু করে টব ভাঙচুর, সবই করা হয়। এরপরেই বাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করলেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। ইতিমধ্যেই তিনি তাঁর ছেলে মেয়েকে নিয়ে আর বাড়িতে থাকছেন না বলে সূত্রের খবর। অল্লু তাঁর পুত্র ও কন্যাকে পাঠিয়ে দিয়েছেন দাদু ঠাকুমার কাছে, নিরাপদ আশ্রয়ে। জানা যাচ্ছে, আপাতত বাড়িতে রয়েছেন অল্লু অর্জুন ও তাঁর স্ত্রী। আর এবার বাড়ির নিরাপত্তা রক্ষার্থে বিশেষ ব্যবস্থা করলেন অল্লু অর্জুন। 


আজ সকালে পুলিশের তরফ থেকে থানায় হাজিরা দিতে বলা হয় অল্লু অর্জুনকে। হায়দরাবাদে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এদিন পুলিশ জেরা করতে ডাক পাঠিয়েছিল অল্লু অর্জুনকে। সেই আদেশ পালন করে সকালেই নিজের জুবিলি হিলসের বাড়ি থেকে বেরিয়ে থানার দিকে রওনা দেন অল্লু অর্জুন। আর এর পরেই দেখা যায়, অল্লু অর্জুনের গোটা বাড়ি ঢেকে দেওয়া হল সাদা পর্দায়। বাড়ির একেবারে গেট থেকে শুরু করে গোটা বাড়িটি এমনভাবে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে বাইরে থেকে বাড়ির কোনও অংশই না দেখা যায়। মনে করা হচ্ছে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে আর গোপনীয়তা রক্ষার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। 


কিন্তু কেন হামলা হয়েছিল অল্লু অর্জুনের বাড়িতে? 'পুষ্পা ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের দিন হায়দরাবাদে ঘটে যায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা। স্পেশাল স্ক্রিনিংয়ে সেখানে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। আর সেখানেই হঠাৎ পৌঁছে যান অল্লু অর্জুন। এর ফলে দর্শকদের মধ্যে উত্তেজনা বাঁধ ভাঙে।। প্রিয় 'পুষ্পা' তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। প্রত্যেকেই চায় একবার অভিনেতার কাছে যেতে। এর ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ৩৫ বছরের রেবতী বলে এক মহিলার মৃত্যু হয় পদপিষ্ট  হওয়ার ফলে। গুরুতর আহত হয় তাঁর মাত্র ৯ বছরের পুত্রও । বর্তমানে সে ভর্তি রয়েছে হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে অল্লু অর্জুনের নিরাপত্তারক্ষীকে। 


 






আরও পড়ুন: Allu Arjun Update: হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুনের প্রধান দেহরক্ষী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।