নয়াদিল্লি: প্রাক্তন স্ত্রী তৈরি করছেন ছবি। স্ক্রিপ্ট দিয়েছিলেন তিনি নিজেই। অথচ, তাঁর সখের চরিত্র থেকে তাঁকে বাদ দিয়ে সেই জায়গায় অভিনয় করতে বলা হয়েছিল রবি কিষণ (Ravi Kishan)-কে! ঠিক কী ঘটেছিল 'লাপতা লেডিজ' (Laapataa Ladies)-এর অন্দরমহলে? এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (ABP Newtwork Ideas of India)-এর মঞ্চে এসে সেই গল্পই শোনালেন আমির খান (Amir Khan) ও কিরণ রাও (Kiran Rao)। 


'লাপতা লেডিজ'-এর পরিচালনা করেছিলেন কিরণ রাও (Kiran Rao)। তবে সেই চিত্রনাট্য প্রথমে এসেছিল আমিরের কাছে। এদিনের অনুষ্ঠানে আমির বলেন, 'প্রথমে এই ছবির চিত্রনাট্য আমার কাছে এসেছিল। জানতাম, কিরণ অনেকদিন থেকে একটা ভাল চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছে। এই ছবির গল্পটার মধ্যে এমন কিছু ছিল, যেটা যতটা বাস্তবের কাছাকাছি করে বলা যায়, ততই ভাল। সেই কারণেই কিরণকে পরামর্শ দিয়েছিলাম খুব মাটির কাছাকাছি সুরেই গল্পটাকে বাঁধতে।'


এখানেই শেষ নয় গল্প। এই ছবিতে নিজে অভিনয় করতে চেয়েছিলেন আমির খান। তবে সেখানে বাধ সেধেছিল তাঁর তারকা ইমেজ। আমির বলছেন, ‘ছবিতে যে চরিত্রটিতে রবি কিষণ অভিনয় করেছেন, সেটি আমিই করতে চেয়েছিলাম প্রথমে। কিরণের কাছে স্ক্রিনটেস্টও দিই কিছুটা জেদ করেই। সেটা ভালই দিয়েছিলাম। পরে আমাদের ২জনের সেটা দেখে পছন্দও হয়। কিন্তু তারপরে মনে হয়, একজন নায়ককে চরিত্রাভিনেতা হিসেবে মানুষ নাও মেনে নিতে পারেন। নায়কের কাছে তো অনেক প্রত্যাশা থাকে অনুরাগীদের।’


কিরণ বলছেন,  'আমির এই ছবির একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিল। ও বলেছিল, এমন মেকআপ বা শরীরী ভাষা থাকবে, যে কেউ ওঁকে চিনতেই পারবে না। ছবির গল্পের সঙ্গে ওঁর তারকা ইমেজ যায় না। সেই কারণেই আমির বলেছিল সম্পূর্ণ ছক ভেঙে অভিনয় করবে ও। তবে তাতে আমি রাজি হইনি।' এরপরে আমির বলেন, 'কিরণ আমায় বলেছিল, তুমি ছবিতে থাকলে তোমার নামেই টিকিট বিক্রি হবে। কিন্তু তোমায় যদি কেউ নাই চিনতে পারে তাহলে আমি টিকিট বেচব কী করে?' 


এরপরে দুজনেই ভূয়সী প্রশংসা করেন রবি কিষণের অভিনয়ের। কিরণ বলেন, ‘রবিজী এই চরিত্রটায় একটা ফ্লেভার নিয়ে এসেছে। আর ওঁর হিন্দির ভোজপুরী টান, শরীরী ভাষা, সব মিলিয়ে মনে হয়েছিল, এই চরিত্রটা ওঁর থেকে ভাল আর কেউ করতেই পারবে না।‘


আরও পড়ুন: Kiara on Relationship: 'একসময় ভাবা হত, অভিনেত্রীরা বিয়ে করলেই কেরিয়ার শেষ! কিন্তু এখন...', সম্পর্ক নিয়ে অকপট কিয়ারা