Jobs And Recruitments: ভারতীয় নৌসেনায় (Indian Navy) নিয়োগ শুরু হতে চলেছে। শর্ট সার্ভিস কমিশন অফিসার (Short Service Commission Officer) পদে নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জয়াম দেওয়া যাবে। মোট ২৫৪টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত



  • এক্সিকিউটিভ ব্রাঞ্চ- ১৩৬টি শূন্যপদ

  • এডুকেশন ব্রাঞ্চ- ১৮টি শূন্যপদ

  • টেকনিকাল ব্রাঞ্চ- ১০০টি শূন্যপদ


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন


ভারতীয় নৌসেনার এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের অবশ্যই B.E/B.Tech ডিগ্রি থাকতে হবে যেকোনও স্ট্রিমে, আর ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। 


যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে


আবেদনকারীদের যে ডিগ্রি থাকতে বলা হয়েছে সেই ক্ষেত্রে তাঁরা কেমন নম্বর পেয়েছেন তার ভিত্তিতেই প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথমে প্রার্থীদের নাম শর্ট লিস্ট করা হবে। এই তালিকায় নাম থাকা প্রার্থীদের ইমেল অথবা এসএমএসের মাধ্যমে এসএসবি ইন্টারভিউ পর্বের জন্য ডেকে পাঠানো হবে। এরপর এই রাউন্ডে পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। এক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে প্রাপ্ত নম্বর দেখা হবে। শূন্যপদ অনুসারে তৈরি হবে মেধা তালিকা। এর জন্য মেডিক্যাল ক্লিয়ারেন্সও প্রয়োজন। যেসব প্রার্থীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর 'ফিট' বলে ঘোষণা করা হবে তাঁরা বিভিন্ন ক্ষেত্রের শূন্যপদ অনুসারে নিযুক্ত হবেন। 


ডিআরডিও- তে শিক্ষানবিশ পদে নিয়োগ


ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation) অর্থাৎ ডিআরডিও- তে (DRDO) রয়েছে চাকরির সুযোগ। এক বছরের জন্য শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে ডিআরডিও। স্নাতক উত্তীর্ণ, টেকনিশিয়ান (ডিপ্লোমা) এবং ট্রেড (আইটিআই) যাঁরা পড়েছেন তাঁরা এই একবছরের আপ্রেন্টিসশিপের জন্য আবেদন জানাতে পারবেন। www.drdo.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন আবেদনকারীরা।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- 'সমাজে ভাল মানুষ প্রচুর আছেন, আমার জীবন তাঁদের অবদানেই দাঁড়িয়ে', সততা আর কঠোর পরিশ্রমের বার্তা আইপিএস মনোজ কুমার শর্মার


Education Loan Information:

Calculate Education Loan EMI