এক্সপ্লোর
Advertisement
শাহরুখের কাছে ফলোয়ার সংখ্যায় হার, ক্ষুব্ধ অমিতাভ টুইটার ছাড়ছেন?
মুম্বই: প্রতিদিনই কমছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের টুইটারের ফলোয়ার সংখ্যা! কার কাছে হারছেন জানেন বিগ বি? বলিউড বাদশা শাহরুখ খানের কাছে! অমিতাভের ভক্তরা সবাই গিয়ে নাকি যোগ দিচ্ছে শাহরুখের টুইটার ফলোয়ারের তালিকায়। আর তাতেই রেগে আগুন বিগ বি। সূত্রের খবর, সিনিয়র বচ্চন নাকি এতটাই রেগে গিয়েছেন, যে তিনি টুইটার ছেড়েও দিতে পারেন।
প্রসঙ্গত, বিগ বি, কিং খানরা সকলেই টুইটারে যথেষ্ট অ্যাক্টিভ। তাই দুজনের ফলোয়ার সংখ্যার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েই থাকে। কিন্তু শাহরুখের কাছে ভক্তরা চলে যাচ্ছে, সেই জন্যে বিগ বি-র মতো একজন প্রবীণ অভিনেতার এমন প্রতিক্রিয়া শুনে বহু নেটিজেনই চমকে গিয়েছে। তবে পুরোটা বিগ বির মজা হবে বলেই আপাতত মনে করছেন নেটিজেনরা। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি, ২০১৮ অমিতাভের টুইটারে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়ে ছিল ৩২, ৯১৯, ১২৮-এ। সেখানে ওই একইদিনে শাহরুখের ভক্ত সংখ্যা ছিল ৩২, ৯৩২, ৬৬৮। কিন্তু আচমকাই অমিতাভের ফলোয়ার সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ৩২, ৯০০, ০৮৫তে, সেখানে শাহরুখের ভক্ত সংখ্যা এখন ৩২, ৯৩৫, ৭৭৪।
তারপরই অমিতাভের এই টুইট।
তাহলে কি বিগ বি সত্যিই টুইটার ছাড়ছেন? যেহেতু অমিতাভের ফেসবুক এবং ইন্সটাগ্রাম দু জায়গাতেই অ্যাকাউন্ট রয়েছে, তাই তাঁর সোশ্যাল মিডিয়া এবং আমজনতার সঙ্গে যোগাযোগে মোটেই ছেদ পড়বে না। আর এই পরিবর্তনের জেরে প্রধানমন্ত্রী মোদীর পর এখন দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টুইটার ফলোয়ারের সংখ্যায় উঠে এলেন বলিউড বাদশা, তৃতীয় স্থানে পিছলে গেলেন অমিতাভ।T 2599 - TWITTER ..!!!?? you reduced my number of followers .. !!??HAHAHAHAHAHAHA .. !! thats a joke .. time to get off from you .. thank you for the ride .. ???????????? .. there are many 'other' fish in the sea - and a lot more exciting !! pic.twitter.com/85c15pDif4
— Amitabh Bachchan (@SrBachchan) January 31, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement