এক্সপ্লোর
Advertisement
খাবারের প্যাকেট দেখলে ছুটে আসছে ভুখা লোকজন, লিখলেন অমিতাভ
অমিতাভ আরও লিখেছেন, হাজি আলি দরগা, মাহিম দরগা, বাবুলনাথ মন্দির, বান্দ্রার বস্তি অঞ্চল, উত্তর মুম্বইয়ের কয়েকটি বস্তিতে বেশিরভাগ খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে।
মুম্বই: রোজ ২,০০০ প্যাকেট খাবার বিলি শুরু করলেন অমিতাভ বচ্চন। এছাড়া তিনি অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের সঙ্গে যুক্ত ৩,০০০ দিনমজুরের বাড়িতে মাসিক রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছেন।
নিজের ব্লগে এই বলিউড তারকা লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি রোজ সারা শহরে মধ্যাহ্নভোজ ও নৈশভোজের জন্য ২,০০০ প্যাকেট খাবার বিলি করছি। এছাড়া মাসিক রেশন সম্বলিত ৩,০০০ ব্যাগ বিলি করারও ব্যবস্থা করেছি। এর মাধ্যমে ১২,০০০ মুখে খাবার জোগানো যাবে।’
T 3495 - I express my sincere gratitude to all #SupplyWarriors who are risking their lives every day to serve the nation. We salute your determination towards keeping #India connected amidst lockdown.#IndiaFightsCorona @PMOIndia @COVIDNewsByMIB @MIB_India @swachhbharat pic.twitter.com/zug66fL3Zq
— Amitabh Bachchan (@SrBachchan) April 8, 2020
অমিতাভ আরও লিখেছেন, ‘হাজি আলি দরগা, মাহিম দরগা, বাবুলনাথ মন্দির, বান্দ্রার বস্তি অঞ্চল, উত্তর মুম্বইয়ের কয়েকটি বস্তিতে বেশিরভাগ খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে। যত বেশি অঞ্চলে খাবার পৌঁছে দিতে চাই, সেটা বাস্তবায়িত করা কঠিন। কিন্তু তা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। লকডাউনের জেরে খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই সময় বাড়ি থেকে বেরনো বেআইনি। আমি খাবারের ব্যাগ তৈরি করে রাখলেও, সেগুলি নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়ার সমস্যা হচ্ছে। একটি পণ্যবাহী গাড়িতে ৫০-টি ব্যাগ নিয়ে যাওয়া যায়। তাই ৩,০০০ প্যাকেট নিয়ে যেতে অনেক গাড়ি লাগবে। গাড়ি জোগাড় করা সমস্যার বিষয় নয়, এত গাড়ি রাস্তা দিয়ে যাওয়া সমস্যার। তাছাড়া প্রশাসনিক আধিকারিকরা বলেছেন, খাবারের প্যাকেট পৌঁছলেই যাঁরা তিন-চারদিন খাবার পাননি তাঁরা ছুটে আসছেন। এর ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। পুলিশ এটা চলতে দিতে পারে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যেখানে খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে, সেখানে আমি সামাজিক দূরত্ব বজায় রেখেই সবাইকে লাইন করে দাঁড়াতে বলেছি। এই কাজ যাতে ঠিকমতো চলে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন স্বেচ্ছাসেবকরা। এটা কঠিন কাজ। কিন্তু কিছু করার নেই। যত দিন যাচ্ছে খাবারের প্যাকেট সংগ্রহ করার লাইন বড় হচ্ছে। আমরা সবার কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement