এক্সপ্লোর
আর্থিক সাহায্য চাই, অমিতাভের বাড়ি জলসায় জোর করে ঢুকে পড়ল এক ভক্ত
![আর্থিক সাহায্য চাই, অমিতাভের বাড়ি জলসায় জোর করে ঢুকে পড়ল এক ভক্ত An Amitabh Bachchan Fan Nabbed For Trespassing In Jalsa Claims He Needed Financial Aid From The Star আর্থিক সাহায্য চাই, অমিতাভের বাড়ি জলসায় জোর করে ঢুকে পড়ল এক ভক্ত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/01121717/Amitabh-Bachchan-2-compressed-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বাড়িতে ভক্তদের জোর করে ঢুকে তারকার একঝলক পাওয়ার চেষ্টা একাধিকবার ঘটেছে। কিন্তু গতকাল বিগ বি-র জুহুর বাংলো জলসার বাইরে যা ঘটল তা সত্যিই অভাবনীয়।
উত্তরপ্রদেশ থেকে আসা এক ভক্ত জোর করে ঢুকে পড়েছিল বিগ বি-র জুহুর বাংলোয়। ১৯ বছরের সেই ভক্তের নাম রেহমান খান। সে দাবি করে, সে উত্তরপ্রদেশ থেকে মুম্বই এসেছে, তার অসুস্থ বোনের চিকিত্সার জন্যে। এবং তার মেগাস্টারের থেকে আর্থিক সাহায্যের প্রয়োজন। কারণ, ওই তরুণ মুম্বই পুলিশকে জানায়, সে শুনেছে অমিতাভ বচ্চন বহু দুঃস্থদের অর্থ দিয়ে সাহায্য করেন। কিন্তু, তারকার নিরাপত্তারক্ষীরা তাকে বাংলোর ভেতর ঢুকতে দেয়নি।
রেহমান আরও জানায়, সে আগে একাধিকবার নানা ভাবে তারকার সঙ্গে দেখা করার চেষ্টা করেছে। কিন্তু কোনওভাবেই সেটা সম্ভব হয়নি। তাই এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে সে বাধ্য হয়। এদিকে একথা স্বীকার করে নিয়েছেন জুহু থানার সিনিয়র ইন্সপেক্টর সুনীল গোসালকারও। তিনি জানিয়েছেন, ওই তরুণের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৪৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)