নয়াদিল্লি: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ছবি 'অ্যানিম্যাল' (Animal Movie) রীতিমতো চর্চার শীর্ষে পৌঁছে যায় মুক্তির দিন থেকেই। একদিকে যেমন এই ছবি নিয়ে সমালোচনার বন্যা, তেমনই অন্যদিকে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে 'অ্যানিম্যাল'। বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করার পর এই ছবি এবার আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। কবে কোথায় মুক্তি পাবে এই ছবি? বাদ যাওয়া দৃশ্যও কি ওটিটিতে দেখা যাবে?


OTT-তে কবে আসছে 'অ্যানিম্যাল'? কোথায় দেখা যাবে?


রণবীর কপূর, রশ্মিকা মান্দানা, ববি দেওল ও অনিল কপূর অভিনীত 'অ্যানিম্যাল' বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে। দেশেই এই ছবি প্রায় ৫৩২.৪৪ কোটি টাকা আয় করে ফেলেছে। প্রেক্ষাগৃহে এই সিনেমার দৈর্ঘ্য ছিল প্রায় ৩ ঘণ্টা ২১ মিনিট। যদিও সম্প্রতি নির্মাতারা জানিয়েছেন চাপের মুখে ছবির বাড়তি ৯ মিনিট কেটে বাদ দেওয়ায় আফশোসই করেন তিনি। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছেন, 'আমি আপাতত নেটফ্লিক্সের সংস্করণ এডিট করছি, এতে আরও বেশি কিছু দৃশ্য থাকবে, আমার ৩ ঘণ্টা ৩০ মিনিটের সংস্করণটাই রাখা উচিত ছিল, কিন্তু প্রবল চাপের জন্য, আমাকে ৮-৯ মিনিট কেটে বাদ দিতে হয়। আমি সেই ফুটেজটা 'অ্যানিম্যাল' ছবির নেটফ্লিক্স সংস্করণের জন্য রেখেছি।' সাম্প্রতিক আরও একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে নেটফ্লিক্সে এই ছবির বাদ পড়া সমস্ত দৃশ্যই থাকবে। 


মনে করা হচ্ছে, ইন্ডাস্ট্রির চেনা ছক মেনেই 'অ্যানিম্যাল'-এর ওটিটি মুক্তির তারিখ নির্ধারিত হবে। সাধারণত, কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মোটামুটি ৪৫ থেকে ৬০ দিন পর ওটিটিতে আসে। সেই হিসেবে দেখতে গেলে ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসা 'অ্যানিম্যাল' ওটিটিতে আসতে পারে ২০২৪ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। তবে এখনও এই ব্যাপারে নির্দিষ্ট কোনও তথ্য শেয়ার করা হয়নি নির্মাতাদের তরফে। 


আরও পড়ুন: Ronit Roy Marriage: ৫৮ বছরে 'দ্বিতীয়বার' বিয়ে রণিত রায়ের, আবারও হাত ধরলেন নীলমের


বক্স অফিসে 'অ্যানিম্যাল' ছবির সাফল্যের মাঝেই টি সিরিজের প্রযোজক ভূষণ কুমার এবং ছবি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানান, আগামী দিনে 'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল নিয়ে হাজির হবেন তাঁরা। তার নামও ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রযোজক পরিচালকের এই জুটি ঘোষণা করেন, 'প্রভাসের সঙ্গে 'স্পিরিট', আল্লু অর্জুনের সঙ্গে 'সাগা' আর অ্যানিম্যালের সিকোয়েল 'অ্যানিম্যাল পার্ক' খুব শীঘ্রই আসতে চলেছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।