এক্সপ্লোর
Advertisement
Anirban Wedding: আলাপের সূত্র ছিল মঞ্চ, নাটকের থিমেই সেজে উঠল অনির্বাণ-মধুরিমার রিসেপশন
প্রথমে আড়ম্বরহীন বিয়ে, তারপর অভিনব থিমে রিসেপশান। ফের টলিপাড়ার শিরোনামে অনির্বাণ ভট্টাচার্য আর মধুরিমা গোস্বামী। প্রকাশ্যে এল তাঁদের রিসেপশনের প্রথম ছবি।
কলকাতা: প্রথমে আড়ম্বরহীন বিয়ে, তারপর অভিনব থিমে রিসেপশান। ফের টলিপাড়ার শিরোনামে অনির্বাণ ভট্টাচার্য আর মধুরিমা গোস্বামী। প্রকাশ্যে এল তাঁদের রিসেপশনের প্রথম ছবি।
মধুরিমা নাট্যজগতের কন্যা। অনির্বাণের উত্থানের সিঁড়িও নাটকের মঞ্চ। পরিচয়ের সূত্রও ছিল নাটক। রিসেপশনের থিমেও রইল সেই ছোঁয়া। গোটা রিসেপশনস্থল সাজিয়ে তোলা হল নাটকের ছিমে। অভিনবত্ব ছিল বর-কনের পোশাকেও। সাদা পাঞ্জাবির সঙ্গে নীল উত্তরীয় নিয়েছিলেন অনির্বাণ। একই নীল রঙ দেখা গেল মধুরিমার পোশাকেও।
দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রুপোলি পর্দার নায়ক। মধুরিমার জগৎ অবশ্য রুপোলি পর্দা নয়, থিয়েটার। প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর মেয়ে তিনি। লকডাউনের জন্য বাধ্য হয়েই কিছুটা পিছিয়ে দিতে হয়েছিল বিয়ে। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার বেশ কিছু শিল্পী। গতকালই আইনি বিয়ে সারে এই জুটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement