এক্সপ্লোর
দেখুন দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিতে মনমোহন সিংহের ভূমিকায় অনুপম খেরের ফার্স্ট লুক

মুম্বই: আগামী ছবি দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার-এ তাঁর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনুপম খের। মনমোহন সিংহের প্রধানমন্ত্রী থাকাকালীন নানা ঘটনার ওপর তৈরি হচ্ছে ছবিটি। মনমোহনের প্রাক্তন সংবাদমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বারু লিখেছেন এই বিতর্কিত বই দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার। প্রকাশের পর কংগ্রেস নিন্দা করে বইটির। ছবিটি পরিচালনা করেছেন বিজয় রত্নাকর গুট্টে, প্রযোজনায় বোহরা ব্রাদার্স। ছবিতে অনুপম রয়েছেন মনমোহন সিংহের ভূমিকায়। [embed]https://twitter.com/AnupamPKher/status/981801136536637440[/embed]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















