মুম্বই: ফের শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে (Nitesh Panday Death)। সোমবার আদিত্য সিংহ রাজপুত (Aditya Singh Rajput), মঙ্গলবার বৈভবী উপাধ্যায়ের (Vaibhavi Upadhyaya) পর বুধবার নীতেশ পাণ্ডে। একের পর এক মৃত্যুর খবরে জর্জরিত হিন্দি ধারাবাহিকের দুনিয়া। 


প্রয়াত নীতেশ পাণ্ডে


বুধবার সকালে ফের দুঃসংবাদ। প্রয়াত 'অনুপমা' (Anupamaa) অভিনেতা নীতেশ পাণ্ডে। বয়স হয়েছিল ৫১। ২৩ মে, মঙ্গলবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর প্রয়াণের খবরে তাঁর সহকর্মীদের পাশাপাশি শোকস্তব্ধ অনুরাগীরাও। সূত্রের খবর, অনেক রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, নাসিকের কাছে ইগতপুরীর এক হোটেলে। 


এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, অভিনেতার পরিবারের তরফে বলা হয়েছে, 'খবরটা সত্যি। আমার জামাইবাবু আর নেই আমাদের মধ্যে। আমার বোন অর্পিতা পাণ্ডে শোকস্তব্ধ। নীতেশের বাবা ইতিমধ্যেই ইগতপুরীর উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর অস্থি সংগ্রহের জন্য। আজ দুপুরের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আমরা একেবারেই বাকরুদ্ধ, এই ঘটনার পর থেকে অর্পিতার সঙ্গে কীভাবে কথা বলব সেটাও বুঝতে পারছি না।'



" target="_blank">


wb12.abplive.com


wb12.abplive.com



সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুলিশের একটি দল ওই হোটেলে ইতিমধ্যেই পৌঁছেছে। চলছে জিজ্ঞাসাবাদও। হোটেলের কর্মচারী ও অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একইসঙ্গে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন সকলে, সেখানেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে। তবে প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।


উত্তরাখণ্ডের আলমোরায় জন্ম নীতেশ পাণ্ডের। সেখানেই বড় হয়েছেন তিনি। অভিনেত্রী অর্পিতা পাণ্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়, যাঁর সঙ্গে তাঁর প্রথম আলাপ টেলিভিশন শো 'জুস্তজু'র সেটে। ২০০৩ সালে তাঁদের বিয়ে হয়। এর আগে তাঁর বিয়ে হয় অশ্বিনী কলসেকরের সঙ্গে। 


আরও পড়ুন: WHO: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO


১৯৯০ সালে মঞ্চে অভিনয় করে পথচলা শুরু নীতেশের। এরপর 'মঞ্জিলে অপনি অপনি', 'অস্তিত্ব... এক প্রেম কাহানি', 'সায়া', 'জুস্তজু', 'দুর্গেশ নন্দিনী'র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। 'ওম শান্তি ওম' ও 'বধাই দো' ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ ও চেনা নাম নীতেশ পাণ্ডে। তাঁকে সর্বশেষ দেখা যাচ্ছিল সফল ধারাবাহিক 'অনুপমা'য়। তাঁর চরিত্রের নাম ছিল ধীরজ কুমার, যিনি অনুজ কপাডিয়া অভিনীত চরিত্র গৌরব খন্নার প্রিয় বন্ধু।