কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন, কুরুচিকর আক্রমণ মন্ত্রী স্বপন দেবনাথের। তিনি বলছেন, 'রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? আমার এলাকায় একটি হোটেলে, মহিলারা রাতে মদ খেতে যান। বলে দিয়েছি, এখন থেকে আর ওই হোটেলে মহিলারা মদ খেতে যাবেন না। কোনও অঘটন ঘটলে কী হবে? সে জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। মোমবাতি জ্বালান, মিছিল করুন, কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ রাখুন মা-বাবা। কিছু হলে আমাদের ঘাড়ে দায় এসে পড়ছে', আজ যাঁরা প্রতিবাদ করছেন, কাল তাঁরা বিদেশে ঘুরতে যাচ্ছেন, মন্তব্য মন্ত্রী স্বপন দেবনাথের। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন অপরাজিতা আঢ্য় (Aparajita Auddy)।
অপরাজিতা বলছেন, 'উনি কীভাবে এই কথা বলেছেন জানি না। রাস্তায় রাত ২টোর সময়ে যে মেয়েরা বসে আন্দোলন করছেন, কই তাঁদের তো আমরা কেউ মদ খেতে দেখিনি। যে রাত দুটোর সময় বসে মদ খাবে, সে আন্দোলনের অংশ হবে না। সে হয়তো কোনও আনন্দ বা অন্য কোনও কারণে মদ খাবে। মদ খাওয়ার জন্য রাস্তায় বসে আন্দোলন করছে, এটা তো অত্যন্ত মিথ্যে কথা। অত্যন্ত খারাপ, অত্যন্ত অপমানজনক একটা কথা। উনি বলেছেন, আমি সব হোটেল মালিককে বলেছি মদ না দিতে। যাঁরা আন্দোলন করছেন, কেউ হোটেলে বসে করছেন না। সবাই রাস্তায় বসে করছে। আরও একটা জিনিস আমার মনে হয়.. আমাদের যিনি অভিভাবক, মাননীয়া মুখ্যমন্ত্রী.. তিনিও তো একজন মহিলা। তিনি মুখ্যমন্ত্রী.. তিনি আমাদের অভিভাবক। সুতরাং তিনি ওঁরও অভিভাবক। তিনি ওই দলটিকে মেনে চলেন। যাঁরা এই ধরণের কথা বলেন, তাঁরা কোনও মহিলাকে সম্মান করেন না। ওঁকেও (মুখ্যমন্ত্রীকে) সম্মান করেন না। আসলে এনাদের মনের মধ্যে যে ভাবটা আছে... সেটা এভাবেই বেরিয়ে পড়ে। এঁরা এত মুখোশ পরে থাকেন, সময় বিশেষে মুখোশটা রাখতে পারেন না। গতকালও সুপ্রিম কোর্ট বলেছে ছেলে মেয়ে সবাই সমান সমান। ওঁর কোনও অধিকারই নেই এই ধরণের বক্তব্য রাখার। আমার বাড়ির ছেলে মেয়েরা যদি কিছু করেন তাহলে দায়িত্ব অভিভাবক হিসেবে আমার। উনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কদর্য্য এই কথা কোনোভাবেই বলতে পারেন না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।