কলকাতা: অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ 'জুবিলি'তে অপারশক্তি খুরানার (Aparshakti Khurana)অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। এবার এই অভিনেতাকে নিয়েই প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানাযাচ্ছে, খুব শীঘ্রই আসছে অপারশক্তি খুরানার (Aparshakti Khurana)একটি রোম্য়ান্টিক গানের ভিডিও। তবে এখানেই শেষ নয়। বলিউডসূত্রের খবর অনুযায়ী এই ভিডিওটি পাওয়া যাবে 'জুবিলি'র ছোঁয়া।
এই ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা (Aparshakti Khurana) বলেছেন, “আমি সবসময় কালো-সাদা ছবির যুগকে ভালবাসি। এটা আমার জন্য খুবই আনন্দের কাজ হতে চলেছে। আমি যখন জুবিলির অংশ পেরেছিলাম তখন থেকেই আমি খুব উত্তেজিত ছিলাম। এখন এই ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে, আমার পরবর্তী মিউজিক ভিডিওটিও তৈরি হচ্ছে। ১৯৫০ দশকের প্রক্ষাপটে তৈরি হচ্ছে এই ভিডিও। এটি সেই যুগের গায়ক এবং সুরকারদের প্রতি শ্রদ্ধা হবে যাঁরা আমাদের কিছু চিরসবুজ গান দিয়েছেন যা আমরা এখনও লালন করি। ভিডিওটির জন্য় একটি কালো এবং সাদা সেট আপ তৈরি করা হবে। কণ্ঠগুলো আমার হবে এবং ভিডিওতেও আমাকেই দেখা যাবে।”
আরও পড়ুন...
Samantha Ruth Prabhu: দশম শ্রেণিতে কেমন ছাত্রী ছিলেন সামান্থা? ভাইরাল পুরনো রির্পোট কার্ড
প্রসঙ্গত, এই সিরিজে বিনোদের চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি (Aparshakti Khurana)। সম্প্রতি তিনি জানালেন, এই চরিত্রের সঙ্গে তাঁর বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। তিনি জানালেন,২১ বছর বয়েসে একজন কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর টিভি চ্য়ানেলে হোস্ট হিসেবে কাজ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বরাবর তাঁর ইচ্ছা ছিল অভিনয় জগতে আসার। এরপর শুরু হয় একের এক অডিশন। ধীরে ধীরে তাঁর কাছে আসতে থাকে অভিনয়ের সুযোগ। 'জুবিলি'তেও এভাবেই দেখানো হয়েছে বিনোদের জীবন।
আরও পড়ুন...
Acidity After Workout: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?
তাঁর চরিত্রের নাম এখানে বিনোদ যিনি পরবর্তী সময় হিরো মদন কুমার হিসেবে আত্মপ্রকাশ করেন। আর মুক্তির আগে থেকেই চর্চায় চলে এসেছিল মদন কুমার চরিত্রটি। ভূমি পেডনেকার, সোনাক্ষী সিনহা, আয়ুষ্মান খুরানা, হিমেশ রেশমিয়া, মালাইকা অরোরা, অনুরাগ কাশ্যপ, অর্জুন কাপুর, রাজকুমার রাও, মিলিন্দ সোমান এবং বাবা সেহগাল সহ বলিউড সেলিব্রিটিরা মদন কুমারের সাথে তাদের সম্পর্ক এবং পেশাদারিত্ব নিয়ে কথা বলেছিলেন। তবে পুরোটাই সিরিজের প্রচারের।