কলকাতা: কিছুদিন আগেই ২৯ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এবার সঙ্গীতজগত থেকেও বিরতি নেবেন রহমান ? এমনই একটি খবর চারদিকে শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। সমাজমাধ্যমে ছড়িয়েছিল যে তিনি এবার ১ বছরের জন্য সঙ্গীতজগত থেকে বিরতি নেবেন। প্রাক্তন স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের পরেই সঙ্গীতজগত থেকে বিরতি নেবেন রহমান (AR Rahman), এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু এই গুজবকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে সুরকারের কন্যা খাতিজা রহমান (Khatija Rahman) তাঁর নিজের এক্স হ্যান্ডলে এই খবর যে সম্পূর্ণ ভ্রান্ত তা জানিয়েছেন। এই সমস্ত গুজব যে আদপেই অর্থহীন তা স্পষ্ট জানিয়েছেন খাতিজা রহমান।
এর আগেই এ আর রহমান জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছেন তিনি। বিগত ১৯ নভেম্বর নিজের সমাজমাধ্যমে এই সংবাদ জানান রহমান। সমাজমাধ্যমে এ আর রহমান লিখেছিলেন, 'আমরা দাম্পত্যের ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই ছিন্নভিন্ন অবস্থায়, আমরা অর্থ খুঁজি, যদিও ভগ্নাংশগুলি আবার সেই জায়গা খুঁজে পাবে না। বিষয়টির গোপনীয়তাকে সম্মান করার জন্য আমাদের বন্ধুদের, আপনার ধন্যবাদ জানাচ্ছি।'
আরও পড়ুন: Iman Chakraborty: হিন্দি গান গাওয়ার 'জোরজুলুম' শ্রোতার; মঞ্চেই কড়া জবাব ইমনের, এবিপি লাইভকে বললেন...
এবার বিচ্ছেদের পরে সঙ্গীতজগত থেকে রহমানের বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই সেই ভুয়ো খবরের রাশ টানতে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তাঁর কন্যা খাতিজা রহমান। তিনি এক নেটিজেনের সমাজমাধ্যমের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'এই ধরনের অর্থহীন গুজব রটানো বন্ধ করুন'। সেই জনৈক নেটিজেনের শেয়ার করা পোস্টে রহমানের একটি পারফরম্যান্সের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছিল যে রহমান এবার সঙ্গীতজগত থেকে এক বছরের জন্য বিরতি নেবেন। তাঁর গান শুনতে না পারার আক্ষেপও প্রকাশ করেছিলেন সেই নেটিজেন। আর এই মিথ্যা রটনাকেই স্পষ্ট জবাব দেন খাতিজা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Allu Arjun: 'পুষ্পা-২' ছবির প্রিমিয়ারে মর্মান্তিক মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা করলেন অল্লু অর্জুন