AR Rahman Sends Legal Notice: সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘটেছে সঙ্গীত জগতের নক্ষত্র এ আর রহমান এবং সায়রা বানুর। দীর্ঘ ২৯ বছরের সম্পর্কে ইতি টানলেন দুজনেই। আর এই বিচ্ছেদকে ঘিরেই এখন সারা দেশের সংবাদমাধ্যমে, সমাজমাধ্যমে চর্চার শীর্ষে এ আর রহমান (AR Rahman)। আর এরই মধ্যে বেশ কিছু সূত্রের মাধ্যমে তাঁর টিমের সদস্য বেস গিটারিস্ট মোহিনী দে-র সঙ্গে রহমানের প্রেমের জল্পনা উঠেছে তুঙ্গে। এই আলোচনা যে অত্যন্ত মানহানিকর তা জানিয়ে এবার এই ধরনের খবর (AR Rahman Separation) ছড়ানো ব্যক্তিদের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠালেন এ আর রহমান। ২৩ নভেম্বর নিজের এক্স হ্যান্ডলে এই নোটিশ জারি করেন তিনি। রহমান বিচ্ছেদ ঘোষণার পরেই বেস গিটারিস্ট মোহিনী দে-ও বিচ্ছেদ ঘোষণা করেন, তাঁর স্বামীর সঙ্গে। আর এই ঘটনাতেই দুয়ে দুয়ে চার করেছেন বহু মানুষ। এই অনুমানের বিরুদ্ধেই এবার সরব হলেন রহমান।
এক্স হ্যান্ডলে গতকাল একটি পোস্টে এ আর রহমান একটি তিন পাতার আইনি নোটিশের কপি আপলোড করেন যা মূলত সমাজমাধ্যমে আপত্তিকর কনটেন্ট বানানোর বিরুদ্ধে পাঠানো হয়েছে এবং এই পোস্টের ক্যাপশনে সুরকার লেখেন, সমস্ত নিন্দুকদের উদ্দেশ্যে এ আর রহমানের টিমের পক্ষ থেকে সতর্কবার্তা এবং আইনি নোটিশ।
এই নোটিশে লেখা রয়েছে, 'কিছু কিছু সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে রহমান এবং মোহিনীর সম্পর্ক নিয়ে মানহানিকর কনটেন্ট বানানো হচ্ছে, লেখালিখি হচ্ছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কল্পনাপ্রসূত কাহিনি বানানো হচ্ছে। এমনকী কেন বিচ্ছেদ হল, কেন ছেদ পড়ল দাম্পত্য সম্পর্কে তা নিয়ে বেশ কিছু তারকার সঙ্গে সাক্ষাৎকারও দেখা যাচ্ছে।'
আর এই নোটিশেই স্পষ্ট বলা হয়েছে যাতে সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলি থেকে ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত মানহানিকর কনটেন্ট মুছে ফেলা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৬ ধারা অনুসারে যদি এই কনটেন্ট না মুছে ফেলা হয়, তাহলে এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আইনি টিমের পক্ষ থেকে এও বলা হয়েছে, 'সমস্ত নিন্দুকরা এবং যারা এই ধরনের আপত্তিকর কনটেন্ট শেয়ার করেছেন, তারা যেন পরবর্তী এক ঘণ্টার মধ্যে সব মুছে ফেলেন, সর্বোচ্চ সময় পাওয়া যাবে ২৪ ঘণ্টা পর্যন্ত।'
এই ধরনের মানহানিকর কনটেন্টের জন্য রহমানের পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত। এখনই এই সমস্যার সমাধান না হলে বড় পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে রহমানের তরফে।
১৯ নভেম্বর ২৯ বছরের দাম্পত্যজীবনে বিচ্ছেদের ঘোষণা করেন এ আর রহমান। রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ দুজনের সম্মতিক্রমে একটি আইনি ঘোষণা দেন। রহমান এবং তাঁর স্ত্রী দুজনেই জানান যে দীর্ঘদিনের সম্পর্কের তিক্ততাই এই বিচ্ছেদের মূল কারণ।
আরও পড়ুন: Rituparna Sengupta: 'তুমি খুব বড় হিরোইন বা সেলিব্রিটি হয়ে যাওনি', ঋতুপর্ণাকে সবসময়ে বলতেন মা