এক্সপ্লোর
Advertisement
‘হ্যাঁ আমি ফের ডেট করছি’, ইনস্টাগ্রামে ছবি দিলেন বান্ধবীর, মালাইকার সঙ্গে সম্পর্ক শেষ:আরবাজ
মুম্বই: এখন প্রায় সকলেরই একথা জানা মালাইকা আরোরা খান এবং আরবাজ খানের বিচ্ছেদ হয়ে গেছে। গত প্রায় তিন বছর ধরে এই দম্পতি আলাদাও রয়েছেন। কিন্তু মাঝেমধ্যে আরবাজ খানের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে মালাইকাকে দেখা গিয়েছে। এরপরই ফের জল্পনা শুরু হয়ে যায়, তাহলে তাঁরা কী ফের এক হয়ে যাচ্ছেন? না, সেরকম কোনও সম্ভাবনাই নেই, খোলাখুলি জানিয়ে দিলেন আরবাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ জানান, বিচ্ছেদের প্রথম ছমাস বা একবছর তিনিও আশা করেছিলেন এই সম্পর্ক ফের ঠিক হয়ে যাবে। কিন্তু তিন বছর পর তিনি মনে করেন, সম্পর্কটা পুরোপুরিই শেষ হয়ে গেছে।
এদিকে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন মহিলার সঙ্গে না না সময় নাম জড়িয়েছে আরবাজের। এপ্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি অবশ্যই একজনের সঙ্গে এখন ডেট করছেন, তাঁর নাম অ্যালেক্সজান্দ্রিয়া। ইনস্টাগ্রামে সেই বান্ধবীর ছবিও দিয়েছেন আরবাজ।
[gallery ids="322005,322006,322007,322008,322009"]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement