কলকাতা: খবরের শিরোনামে বার বার এসেছে তাঁর কনসার্টের প্রসঙ্গ। কখনও বিতর্কে, কখনও নিছক ভালবাসায়। আর এবার সোশ্যাল মিডিয়ায় কলকাতার কনসার্ট নিয়ে মুখ খুললেন বাংলার ছেলে। কী রইল সেখানে? ফের বিতর্ক? ধন্যবাদ? নাহ..গোটা পোস্ট জুড়ে কেবল ক্ষমা চাইলেন অরিজিৎ!                                                                                                                                                     


সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ কলকাতা কনসার্টের ছবি শেয়ার করে ক্ষমা চেয়েছেন অরিজিৎ! তিনি লিখছেন, 'কলকাতা... আমায় ক্ষমা করে দিন যে আপনাদের প্রায় ১ কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করাতে হয়েছে, তারপরে পায়ে হেঁটে পৌঁছতে হয়েছে কনসার্টে। (কারণ টোটো বা রিক্সা ভিড় সামলাতে ব্যর্থ হয়েছিল। আমি দুঃখিত কারণ আপনাদের অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড়াতে হয়েছে, মশার কামড় সহ্য করতে হয়েছে। আমি দুঃখিত যে অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা আপনাদের অনেকের সঙ্গে খারাপ ব্য়বহার করে ফেলেছেন। আমি দুঃখিত অনেকে বিভিন্ন কারণে সময়ে আসতে পারেননি।'                                                                                                                 


আরও পড়ুন: Aparajita Adhya Exclusive: মা অসুস্থ, বন্ধুদের পার্টি বাতিল করে হাওড়ার বাড়িতেই জন্মদিন পালন অপরাজিতার


এখানেই শেষ করলেন না অরিজিৎ। লিখলেন, 'আমি ধন্য তারপরেও সবাই আমায় এভাবে ভালবেসেছেন। আমি কৃতজ্ঞ। আমার হৃদয় ভরা ভালবাসা। আমি চেষ্টা করব পরেরবার থেকে যেন আরও ভাল অভিজ্ঞতা দিতে পারি আপনাদের। সবাই ভাল থেকো।'




এদিন অ্যাকোয়াটিকায় অনুষ্ঠানের মঞ্চে অরিজিতের গলায় শোনা গেল শ্যামাসঙ্গীত.. 'মন রে কৃষিকাজ জানো না..'। শ্রীজাতর প্রথম ছবি 'মানবজমিন'-এ অরিজিতের কন্ঠে শোনা গিয়েছিল এই গান। কনসার্টে এসেও অরিজিৎ এই গান গাইতে গিয়ে বলে ফেললেন নিজের মায়ের কথা। সঙ্গীতশিল্পী এদিন বলেন, 'এই প্রথম কলকাতায় অনুষ্ঠান করছি, মা নেই। এর আগে যখন কলকাতায় অনুষ্ঠান করেছি তখন মা ছিলেন। সেসময়ে আমায় অনেকে সাহায্য করেছেন। আলাদা করে আমি হয়তো সবার সঙ্গে দেখা করতে পারিনি। বড় থেকে আরম্ভ করে ছোট, সবাই পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমরা মা-কে বাঁচাতে পারিনি। প্রত্যেকটা মানুষেরই চলে যাওয়ার সময় থাকে। কিন্তু সে সময়ে যে সমস্ত মানুষ পাশে এসে দাঁড়িয়েছিলেন সবাইকে ধন্যবাদ।' করজোড়ে সবাইকে ধন্যবাদ জানান কিংবদন্তি। আর তারপরেই তাঁর মধুর কন্ঠে শোনা যায়... 'মন রে কৃষিকাজ জানো না...'