কলকাতা: তিনি এলেন, গান গাইলেন, মন জয় করলেন। গোটা শহরকে ভাসিয়ে গেলেন সুরের মাদকতায়। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh Concert)। যাঁর শিল্পের খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিস্তার লাভ করেছে। ১৮ ফেব্রুয়ারি, কলকাতায় অনুষ্ঠান করলেন অরিজিৎ। তবে এই অনুষ্ঠান নিয়েও বিতর্ক কম হয়নি, এদিন সপাট জবাবও দিলেন সেই প্রসঙ্গে!


'গেরুয়া' বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিংহ


গতকাল, ১৮ ফেব্রুয়ারি অরিজিৎ সিংহের যে অনুষ্ঠান হল 'অ্যাকোয়াটিকা'য়, সেই অনুষ্ঠান প্রথমে হওয়ার কথা ছিল ইকো পার্কে (Eco Park)। কিন্তু হঠাৎই জানা যায় ইকো পার্কে অনুষ্ঠানের অনুমতি মিলছে না। শুরু হয় রাজনৈতিক তর্ক বিতর্ক। 'শিল্পীর অনুষ্ঠান বাতিল করতে উদ্যত তৃণমূল', বলে সরব হয় বিজেপি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়ার কারণেই ইকো পার্কে অরিজিৎ সিংহের শো বাতিল করে দেওয়া হয়। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও চলে। পরে বিকল্প অনুষ্ঠান স্থল ঠিক করা হয়। কিন্তু এই গোটা বিষয় নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি অরিজিৎ সিংহ নিজে। 


এমনিতে তর্কবিতর্কে বিশেষ থাকেন না অরিজিৎ। তবে গতকাল উত্তর দিলেন। মজার ছলে, হাসতে হাসতে হলেও, 'গেরুয়া' রং ও গান প্রসঙ্গে মুখ খুললেন শিল্পী। মঞ্চে গাইলেন, শাহরুখ-কাজল জুটির ছবি 'দিলওয়ালে'র জনপ্রিয় গান 'রং দে  তু মোহে গেরুয়া...'। তারপর বলে উঠলেন, 'এই গানটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হল। গেরুয়া রংটা তো সন্ন্যাসীদের রং রে বাবা, স্বামীজির রং। স্বামীজি যদি কোনওদিন সাদা পরতেন, তাহলে সাদা নিয়েও এরকম হত নাকি?'


 



এই কথাগুলো মঞ্চে যখন তিনি বলছেন, গোটা শ্রোতাবৃন্দ ফেটে পড়ছে হাততালি, চিৎকারে। প্রসঙ্গত, এদিন মাথায় গেরুয়া পাগড়ি পরেই অনুষ্ঠানে এসেছিলেন অরিজিৎ সিংহ। আর এদিনের জনজোয়ার, অনুরাগীদের উল্লাস বলছিল, শিল্পপ্রেমী কলকাতার মানুষ বিতর্ককে পাত্তা না দিয়ে, স্রেফ শিল্পীর কদর করতে জানে। গতকালের অনুষ্ঠানের ঘোর এখনও বোধ হয় কাটেনি শহরবাসীর। তাই আজও সোশ্যাল মিডিয়া ছেয়ে আছে 'অরিজিৎ সিংহ লাইভ'-এর ভিডিও ও ছবিতে।


আরও পড়ুন: Arijit Singh: কলকাতায় অরিজিৎ-রূপম 'ডুয়েট'! গানে গানে দুই শিল্পীর 'প্রথম সাক্ষাতের' সাক্ষী শহরবাসী


প্রসঙ্গত, এদিন অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন একাধিক তারকাও। সঙ্গীতশিল্পী রূপমের সঙ্গে গান গাইতে দেখা যায় অরিজিৎকে। অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ অনেকেই।