এক্সপ্লোর
Advertisement
একাই দেশে ফিরেছেন প্রেমিকা মালাইকা, অর্জুন কপূর পোস্ট করলেন সাদা কালো পোস্টকার্ডের ছবি
অর্জুনের সব ছুটির ছবির মত এটিও সম্ভবত মালাইকারই তোলা- অন্তত ছবি দেখে তাই মনে হচ্ছে।
মুম্বই: অস্ট্রিয়ায় ছুটি কাটিয়ে গতকাল সন্ধেয় দেশে ফিরেছেন মালাইকা অরোরা। কিন্তু যাঁর সঙ্গে তিনি বিদেশ যান, সেই অর্জুন কপূর কাজের ফেরে আটকে পড়েছেন অস্ট্রিয়ার আলটাউসি শহরে। প্রেমিকার জন্য সেখান থেকে ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন একটি সাদা কালো পোস্টকার্ড।
অর্জুনের সব ছুটির ছবির মত এটিও সম্ভবত মালাইকারই তোলা- অন্তত ছবি দেখে তাই মনে হচ্ছে। ছবি পোস্ট করে অর্জুন ক্যাপশন দিয়েছেন, ট্রিমেন্ডাসলি টেকনিকালার টুডে!
অর্জুন-মালাইকা নিয়মিত বিদেশে ছুটি কাটান, তারপর সোশ্যাল মিডিয়ায় খুনসুটি করেন ছবির ক্রেডিট নিয়ে। তবে মালাইকার ছবি তোলার হাত বেশ ভাল, অর্জুনের কাকা সঞ্জয় কপূর তাঁকে বাড়ির ফটোগ্রাফার আখ্যা দিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement