কলকাতা: হঠাৎই সুখবর। বিয়ে করলেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিক আশনা শ্রফকে বিয়ে করলেন আরমান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছবি। লিখলেন, 'তুমিই আমার ঘর'। কমলা লাল লেহঙ্গায় সেজেছিলেন আশনা শ্রফ। সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না। হালকা পিচ শেরওয়ানিতে সেজেছিলেন আরমান মালিক। আত্মীয় ও ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই বিয়ে করেন তাঁরা। ১৯৯৩ সালের অগস্ট মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম আশনার। আরমানের সঙ্গে তাঁর প্রেম দীর্ঘদিনের।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিতেই শুভেচ্ছাবার্তায় ভেসেছেন আরমান মালিক। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন আশনা। পেশায় নেটপ্রভাবী আশনার বয়স ৩১ বছর। তিনি একজন নেটপ্রভাবী। তবে আশনার সঙ্গে বলিউড যোগও রয়েছে। এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে আরমান মালিক বলেছিলেন তিনি ২০২৪ সালে বিয়ে সারবেন। আর ২০২৫ সালের প্রথমেই দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন তিনি। ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। এর আগে আরমান জানিয়েছিলেন, তাঁর ২০২৪ ভীষণ ভাল কেটেছে। আর নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। আর সেটাই করলেন তিনি। নতুন বছরে দীর্ঘদিনের প্রেমিকাকে নিজের করে নিলেন আরমান।
আশনার মা কিরণশ্যাম শ্রফ কয়েকটি হিন্দি ছবির চিত্রনাট্য লেখালেখি এবং প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। ‘বাবুমশাই বন্দুকবাজ’, ‘জোগিরা সারা রা রা’, ‘কুন ফায়া কুন’-এর মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছোটবেলা থেকে মায়ের কাছেই বড় হয়েছে আশনা। মায়ের সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেন আশনা। সেখান থেকেই মডেলিংয়ের বাসনা জাগে তাঁর। মুম্বইয়ে স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর বিদেশে পাড়ি দেন তিনি। বাচ্চাদের মানসিক বিকাশ সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য নিউজ়িল্যান্ডের একটি কলেজে ভর্তি হন আশনা। তার পর ফোটোগ্রাফি নিয়েও প্রশিক্ষণ নেন তিনি। ফ্যাশন নিয়ে পড়ার জন্য লন্ডনে যান আশনা। ডিগ্রি অর্জনের পর মুম্বইয়ে ফিরে যান। ২০১৩ সালে অনলাইন মাধ্যমে ব্যবসাও শুরু করেন আশনা।
আরও পড়ুন:Dev: নতুন বছরে দেব-অভিজিৎ-অতনুর নতুন উপহার, আসছে 'প্রজাপতি'-র সিক্যুয়াল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।