এক্সপ্লোর
Advertisement
৫১ বছরেও অ্যাকশন ছবি করার পাঙ্গা নিয়েছি আমি, বললেন সলমন খান
মুম্বই: আপাতত তিনি কাজ করছেন অ্যাকশন ছবি টাইগার জিন্দা হ্যায়-তে। এরপরে আসছে রেমো ডি সুজার নাচ গানের ছবি। সলমন খান অকপটে স্বীকার করে নিচ্ছেন, এই ৫১ বছর বয়সে এইভাবে অ্যাকশন, নাচগানের ছবি করা তাঁর পক্ষে যথেষ্ট ধকলসাপেক্ষ।
সুলতানে কুস্তিগীরের চরিত্র ফুটিয়ে তুলতে তাঁকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছিল। সলমন বলছেন, এরপরেও বোকার মত টাইগার জিন্দা হ্যায়-এর মত অ্যাকশন ছবি করার দিকে ঝুঁকেছেন তিনি। স্পাই-অ্যাকশন থ্রিলারের জন্য তাঁকে বহুতল থেকে ঝাঁপাতে হচ্ছে, দৌড়োদৌড়ি, বন্দুক চালানো- সবই করতে হচ্ছে। মনে হচ্ছে, এক আধদিন হাঁটু জবাব দেবে।
সাল্লু ভাই মন্তব্য করেছেন, এরপর আবার রেমো জি সুজার নাচের ছবিতে সই করার মত বোকামি করেছেন তিনি। প্রথমে ভেবেছিলেন, একটু আধটু নাচলেই ঝামেলা মিটে যাবে। পরে বুঝেছেন, এখনকার দিনের নাচ মানে স্রেফ জিমন্যাস্টিক্স আর শারীরিক কসরত। ‘৫১ বছর বয়সেও এত বড় পাঙ্গা নিয়েছি আমি’।
কবীর খানের টিউবলাইট ছবিতে দেখা যাবে সলমনকে। এর আগে তাঁরা একসঙ্গে করেছেন, এক থা টাইগার আর বজরঙ্গী ভাইজান। সলমন বলেছেন, কবীরের সঙ্গে কাজ করতে সুবিধে হয় তাঁরা, পরস্পরকে ভাল বোঝেন তাঁরা। যদিও এর মানে এই নয়, যে কবীরের সব ছবিতেই তাঁকে দেখা যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement