কলকাতা: 'অভিযাত্রিক'-এর মুকুটে নতুন পালক। ভারত সরকারের পক্ষ থেকে এই ছবিকে 'অপু ট্রিলজি'-র অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হল। এবিপি লাইভের সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন খোদ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)।
ভারত সরকারের পক্ষ থেকে শংসাপত্র নিয়ে জানানো হয়েছে, সত্যজিৎ রায় যে কিংবদন্তি অপু ট্রিলজিকে তুলে ধরেছিলেন পর্দায়, সেই ট্রিলজিরই সিক্যুয়াল বা ধারাবাহিক হল অভিযাত্রিক (Abhijatrik)। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সম্মানিত হয়েছে 'অভিযাত্রিক'। শ্রী গিরীশ কাসারাভল্লি (Shri Girish Kasaravalli) এই ছবি দেখে খোদ পরিচালককে প্রশংসা করেছিলেন।
আরও পড়ুন: Mithun Dev: ৪৬ বছর পরে পর্দায় একসঙ্গে মিঠুন-মমতা শঙ্কর, 'প্রজাপতি' ওড়াবেন দেব-শ্বেতা
সাদা কালো গল্পের প্রেক্ষাপটে অপুর নস্ট্যালজিয়াকে বেঁধেছিলেন শুভ্রজিৎ মিত্র। এর আগেই জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছে এই ছবি। একের পর এক সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক।
'অভিযাত্রিক' ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অপুর বন্ধু শঙ্করের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী (sabyasachi Chakraborty), বউরানির ভূমিকায় তনুশ্রী শঙ্কর (Tanushree Shankar) অভিনয় করেছেন। লীলার ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রানু দিদির ভূমিকায় শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) এবং অপুর ছেলে কাজলের ভূমিকায় আয়ুষ্মান মুখোপাধ্যায়কে (Ayushman Mukherjee) দেখা গিয়েছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন বিক্রম ঘোষ।