নয়াদিল্লি: ১৯ ফেব্রুয়ারি, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হয় '৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' (77th British Academy Film Awards)। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ডেভিড টেন্যান্ট (David Tennant)। এদিনের অনুষ্ঠানে ভারত থেকে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগের পুরস্কার প্রদান করেন তিনি। 'পুওর থিংস' (Poor Things) ও 'অপেনহাইমার' (Oppenheimer) অনুষ্ঠানের লাইম লাইট কেড়ে নেয় বলা চলে। ক্রিস্টোফার নোলানের ছবি এই বছরের 'বাফটা'য় ৭টি পুরস্কার পায়। এমা স্টোনের 'পুওর থিংস' ৫টি পুরস্কার পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে। সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতার মতো প্রধান সারির পুরস্কার সমস্তই যায় 'অপেনহাইমার'-এর থলিতে। 


ডার্ক কমেডি ঘরানার 'পুওর থিংস' ছবিতে এমা স্টোন অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। ১৯৭০-এর প্রেক্ষাপটে তৈরি কমেডি ঘরানার 'দ্য হোল্ডওভার্স'-এর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান ডা'ভাইন জয় রানডল্ফ। যদিও গ্রেটা গেরউইগের 'বার্বি' বা মার্টিন স্করসেসের 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', কোনওটাই একটিও 'বাফটা' জিততে পারেনি এই বছরে। 


'বাফটা ২০২৪' সালের সম্পূর্ণ তালিকা


বেস্ট ফিল্ম - অপেনহাইমার
লিডিং অ্যাকট্রেস - এমা স্টোন, পুওর থিংস
লিডিং অ্যাক্টর - কিলিয়ান মারফি, অপেনহাইমার
ডিরেক্টর - ক্রিস্টোফার নোলান, অপেনহাইমার
বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস - ডা'ভাইন জয় রানডলফ, দ্য হোল্ডওভার্স
বেস্ট সাপোর্টিং অ্যাক্টর - রবার্ট ডাউনি জুনিয়র, অপেনহাইমার
মেকআপ অ্যান্ড হেয়ার - পুওর থিংস
কস্টিউম ডিজাইন - পুওর থিংস
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম - দ্য জোন অফ ইন্টারেস্ট
ব্রিটিশ শর্ট অ্যানিমেশন - ক্র্যাব ডে
ব্রিটিশ শর্ট ফিল্ম - জেলিফিশ অ্যান্ড লবস্টার
প্রোডাকশন ডিজাইন - পুওর থিংস
সাউন্ড - দ্য জোন অফ ইন্টারেস্ট
অরিজিন্যাল স্কোর - অপেনহাইমার
ডকুমেন্টারি - ২০ ডেজ ইন মারুইপোল
অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে - আমেরিকান ফিকশন
সিনেম্যাটোগ্রাফি - অপেনহাইমার
এডিটিং - অপেনহাইমার
কাস্টিং - দ্য হোল্ডওভার্স
ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ - দ্য জোন অফ ইন্টারেস্ট
আউটস্ট্যান্ডিং ডেবিউ বাই এ ব্রিটিশ রাইটার, ডিরেক্টর অর প্রোডিউসার - আর্থ মামা, সাভানা লিফ, শার্লি ও'কোনর, মেড রিওর্ডান
ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড - মিয়া ম্যাককেনা - ব্রুস
অ্যানিমেটেড ফিল্ম - দ্য বয় অ্যান্ড দ্য হেরন
স্পেশাল ভিস্যুয়াল এফেক্টস - পুওর থিংস 
অরিজিন্যাল স্ক্রিনপ্লে - অ্যানাটমি অফ এ ফল


আরও পড়ুন: Kanchan Sreemoyee Wedding: ৬ মার্চ রিসেপশন, সাজবেন মুম্বইয়ের ডিজাইনারের পোশাকে, এবিপি লাইভকে প্ল্যানিং জানালেন শ্রীময়ী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।