মুম্বই: সোমবার রাতে হঠাৎ ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp) ও ইনস্টাগ্রামে (Instagram) বিভ্রাট দেখা দেওয়ার পর ট্যুইটার (Twitter)-এ অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন বলি অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। 'সোনু কে টিটু কি স্যুইটি' অভিনেতা এই ফাঁকা সময়ে নিজের কর্মজীবন ও ব্যক্তিগত জীবন সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।


ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় কার্তিক আরিয়ান (Kartik Aaryan Conducts Interactive Session On Twitter As Insta, WhatsApp Go Down)


ইনস্টাগ্রাম-হোয়াটস্যাপ বিভ্রাট দেখা দেওয়ার খানিক পরেই ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে হ্যাশট্যাগ 'আস্ক কার্তিক'। অনুরাগীদের থেকে প্রশ্ন নিতে হ্যাশট্যাগ চালু করেন 'লুক্কাছুপি' অভিনেতা। এমন সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে না কি? অনুরাগীরা প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকেন। অনেককেই ট্যুইটেই রিপ্লাই করে উত্তরও দেন অভিনেতা। কেউ তাঁকে পরবর্তী ছবি নিয়ে প্রশ্ন করেন তো কেউ তাঁর নিজের শহর গোয়ালিয়রের কথাও জিজ্ঞেস করেন।


'সোনু কে টিটু কি স্যুইটি' না 'পেয়ার কা পঞ্চনামা', কোন ছবি আরিয়ানের বেশি পছন্দ? (Sonu Ke Titu Ki Sweety Or Pyaar Ka Punchnama, Which Film Is Closer To Kartik Aaryan's Heart?)


এক অনুরাগী একটু কৌশলী প্রশ্ন করে বসেন। অভিনেতাকে 'সোনু কে টিটু কি স্যুইটি' এবং 'পেয়ার কা পঞ্চনামা'-এর মধ্যে একটি বেছে নিতে বলেন। যদিও প্রশ্নের জবাবে অনুরাগীদের মন জিতেছেন অভিনেতা। তিনি উত্তরে লেখেন, 'লভ রঞ্জন স্যর'। লভ রঞ্জন এই দুই সুপার হিট ছবিরই পরিচালক। 


 






ভাল রিভিউ সম্পন্ন অসফল ছবি না খারাপ রিভিউ সম্পন্ন সফল ছবি, কোনটা বেছে নেবেন কার্তিক? (Flop Film With Good Reviews Or Super Hit Film With Bad Reviews, What Kartik Will Choose?)


অপর এক নেটিজেন প্রশ্ন করেন, 'একটি ইতিবাচক রিভিউ সম্পন্ন বাণিজ্যিকভাবে অসফল ছবি না কি নেতিবাচক রিভিউ সম্পন্ন সুপারহিট ছবি? আপনি কোনটা বেছে নেবেন?' আরিয়ানের ছোট্ট উত্তর, 'এমন ছবি যা ব্যবসা করে।'


 






অপর এক অনুরাগী প্রশ্ন করেন কার্তিক আরিয়ানের এই অফুরান প্রাণশক্তির গোপনীয়তা কী? অভিনেতার অকপট উত্তর, 'অক্ষয় স্যর', অর্থাৎ বলিউডের আক্কিকে দেখেই এত এনার্জি পান তিনি।


 






অপর এক অনুরাগী প্রশ্ন করেন ধামাকা ছবিটি কবে মুক্তি পাচ্ছে। নির্দিষ্ট তারিখের উল্লেখ না করে অভিনেতা জানান, 'আমার জন্মদিনের ট্রিটের অপেক্ষা করুন।' অর্থাৎ ২২ নভেম্বর, কার্তিকের জন্মদিনের দিন বা তার আশেপাশেই মুক্তি পেতে পারে 'ধামাকা'। 


'ধামাকা' ছাড়াও একাধিক ছবি মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের। 'ভুল ভুলাইয়া ২', 'ফ্রেডি' সেই তালিকায় অন্যতম। 


আরও পড়ুন: চলতি বছর কীভাবে দেখতে পাবেন বলিউডের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো?