কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) পান্তুয়া, নন্দিতা রায় (Nandita Roy) নলেন গুড়.... বিভিন্ন ব্যক্তিতের এমনই একের পর এক নাম করে যাচ্ছিলেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। 'বেলাশুরু' (Belashuru) পরিবারের বড় জামাই। আজ সোশ্যাল মিডিয়ায় উইন্ডোজ-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে এমনই মজার একটি ভিডিও। সেখানে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে নিতে 'বেলাশুরু' পরিবারের সবাইকে 'মিষ্টি' নাম দিলেন খরাজ। খোলসা করে বললেন তার কারণও।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাবড়ি বলেছেন খরাজ। কারণ হিসেবে খরাজ বলছেন, 'এই মিষ্টিটার ওপর সবারই একটা বিশেষ আকর্ষণ থাকে। ভিতরে থাকা মিষ্টির যেমন অনবদ্য স্বাদ থাকে, তেমনই সঙ্গের ক্ষীরও স্বাদের আলাদা মাত্রা দেয়। স্বাতীলেখা সেনগুপ্তকে তিনি বলেছেন পান্তুয়া। কারণ মুখে দিলেই মিষ্টি আর অতুলনীয় স্বাদ। শেষে খরাজ জুড়েছেন, 'যাঁরা ওঁর সঙ্গে কাজ করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন কেন এই আখ্যা দিলাম।'
আরও পড়ুন: Srijit Mukherji Exclusive: নিজের জন্য ফেলুদা বানাই, দর্শকের ভালো লাগলে উপরি পাওনা: সৃজিত
নন্দিতা রায়কে তিনি বলেছেন নলেন গুড়। কারণ শ্যুটিংয়ের সময় যাবতীয় আবদার নাকি তাঁর কাছেই প্রাধান্য পায়। সব দিকেই নাকি নজর থাকে নন্দিতা রায়ের। আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় জলভরা। কারণ শ্যুটিং ফ্লোরে নাকি তাঁকে দেখলে কার্যত ভয় করে খরাজদের। কিন্তু তাঁর ভিতরে নাকি রয়েছে দারুণ রসবোধ। এভাবেই গোটা ভিডিও জুড়ে একের পর এক 'বেলাশুরু'-র চরিত্রদের নামকরণ করে গেলেন খরাজ।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় শীঘ্রই মুক্তি পাবে 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যেই এই ছবির দুটি গান মুক্তি পেয়েছে। একটি 'সোহাগে আদরে' (Sohage Adore)। অন্যটি 'ইনি বিনি টাপা টিনি' (Ini Bini Tapa Tini)। একদিকে যেমন 'সোহাগে আদরে' গানটির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অন্যদিকে তেমনই 'ইনি বিনি টাপা টিনি' গানটি নেট দুনিয়ায় খুব কম সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ নেটাগরিকরা থেকে তারকারা সকলেই এই গান রিল তৈরি করছেন। আর আজ 'টাপা টিনি চ্যালেঞ্জ' নিয়েছেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)।