কলকাতা: 'সোহাগে আদরে' শ্রোতাদের বাঁধলেন অনুপম রায় (Anupam Roy)। দুটো চ্যানেল মিলিয়ে ইউটিউবে 'বেলাশুরু'-র নতুন গানের ভিউয়ার্স ছাড়িয়ে গেল দেড় মিলিয়ন। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবির গান চিরকালই দর্শকদের কাছে দমকা ঠাণ্ডা হাওয়ার মতো যাকে অনায়াসেই ভালোবাসা যায়। 


'সোহাগে আদরে'-র সাফল্য


উইন্ডোজ ও টাইমস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেল মিলিয়ে এই গান ইতিমধ্যেই দেখে ফেলেছেন দেড় মিলিয়নেরও বেশি মানুষ। কেবলমাত্র টাইমস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলেই গানের ভিউয়ার্স ছাড়িয়েছে ১ মিলিয়ন। নতুন গানের এই সাফল্য নিয়ে খুশি পরিচালক থেকে শুরু করে সঙ্গীতশিল্পীও। 


অন্যদিকে আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান 'ইনি বিনি টাপা টিনি'। গানের সুরে, কথায় মাখামাখি মেঠো সুর। তবে সেই জমাটি গানের সুরে পা মেলাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) থেকে শুরু করে খোদ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। 


আরও পড়ুন: বাবা মায়ের সঙ্গে বাড়িতে অন্নপূর্ণা পুজো, অনুরাগীদের শুভেচ্ছা জানালেন কোয়েল


এই গানের চরিত্রায়নেও মিশে রইল মজা। ভিডিওতে নাচের তালে ক্যামেরার সামনে যেমন ধরা দিলেন পরিচালক, তেমনই ধরা পড়ল গান রেকর্ডিংয়ের সময় সঙ্গীতশিল্পীদের স্টুডিওর মজার মুহূর্ত। গানের কথা ও সুরের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কন্ঠের দায়িত্ব ইমন চক্রবর্তী (Iman Chakraborty), উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee), অন্যান্যা ভট্টাচার্যের কাঁধে। সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ চট্টোপাধ্যায় ও উপালি চট্টোপাধ্যায়। গোটা ভিডিওর কোনটা শ্যুটিংয়ের অংশ আর কোনটা ক্যামেরার বাইরের, অভিনেতা, অভিনেত্রীদের উচ্ছ্বাস দেখে আলাদা করা কঠিন।


নববর্ষের আগে উইন্ডোজের তরফ থেকে দর্শক ও শ্রোতাদের জন্য উপহার রইল এই সুরেলা গান যা শুনে ঝুমুর নাচের তালে দুলে উঠতে বাধ্য় হবেন সবাই। 


'বেলাশুরু' ছবির দু'জন প্রধান চরিত্রই হারিয়ে গিয়েছেন তারার দেশে। গান মুক্তির পরে এবিপি লাইভকে অনুপম বলেছিলেন, 'এই ছবির কাজ যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল 'বেলাশেষে'-র একটা সিক্যুয়াল মাত্র। কিন্তু বর্তমানে এই ছবির গুরুত্ব যেন আরও বেড়ে গিয়েছে। বড়পর্দায় শেষবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের জুটিকে দেখবেন দর্শক। আমার এখনও বিশ্বাস হয় না ওঁদের ছাড়া মুক্তি পেতে যাচ্ছে 'বেলাশুরু'।